বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ডিসেম্বরে ধামাকা করার প্ল্যান করছে, সতর্ক থাকবেন, পুলিশকে নির্দেশ মমতার

ডিসেম্বরে ধামাকা করার প্ল্যান করছে, সতর্ক থাকবেন, পুলিশকে নির্দেশ মমতার

রানাঘাটের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বলেন, ‘কমিউনাল পকেটগুলো এখন থেকে দেখে রাখুন। ডিসেম্বর থেকে ধামাকা, মানে কমিউনাল যুদ্ধ লাগাবে। কর্ণাটকে অলরেডি লাগিয়েছে। এটাই একমাত্র পথ। এটা বাঁচার পথ নয়।

ফের ডিসেম্বরে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিঁধলেন বিজেপিকে। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক সভায় একথা উল্লেখ করে প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিজেপির পালটা কটাক্ষ, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে ভুল বকছেন।

এদিন মমতা বলেন, ‘কমিউনাল পকেটগুলো এখন থেকে দেখে রাখুন। ডিসেম্বর থেকে ধামাকা, মানে কমিউনাল যুদ্ধ লাগাবে। কর্ণাটকে অলরেডি লাগিয়েছে। এটাই একমাত্র পথ। এটা বাঁচার পথ নয়। চৈতন্যদেবের জায়গায় দাঁড়িয়ে বলছি এটা শান্তির পথ। জীবনটা শান্তির পথ। শান্তির আলো দেখার পথ। এটা মাথায় রাখতে হবে’।

পালটা বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। ওনার এই নির্দেশে সেটা স্পষ্ট। উনি যদি সুশাসন চালাতেন তাহলে ভয়ের কিছু থাকত না। যেহেতু উনি পুরোটাই কুশাসনের ওপর নির্ভর করে পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছেন। ধীরে ধীরে কর্মীরা সরে যাচ্ছে, মানুষও সরে যাচ্ছে। এখন একমাত্র সহায় সম্বল হচ্ছে পুলিশ। সেই কারণে পুলিশকে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা তিনি বলছেন। কুকর্ম করলে যেমন ভীতি মানুষের মধ্যে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেমনই দুঃস্বপ্ন আসতে শুরু করেছে। মনে হয় রাতে ওনার ঠিকঠাক ঘুম হচ্ছে না। যেজন্য উনি এক এক সময় এক এক রকম কথা বলে বেড়াচ্ছেন। এই ভয়ের জেরে যদি পশ্চিমবঙ্গের মানুষ কিছুটা সুশাসন পায়’।

বেশ কিছুদিন ধরে বিজেপির একাধিক নেতা দাবি করছেন, ডিসেম্বরের পর রাজ্য সরকার কার্যত অকেজো হয়ে যাবে। তবে তাদের সরকার ফেলার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছে বিজেপি।

 

বন্ধ করুন