বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমি নিজেই দেখব বীরভূম, সহায়তা করবে… কেষ্টগড়ে সমীকরণ ঠিক করে দিলেন মমতা

আমি নিজেই দেখব বীরভূম, সহায়তা করবে… কেষ্টগড়ে সমীকরণ ঠিক করে দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। (ফাইল ছবি)

গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে তিনি জেল থেকে বের হতে পারবেন কি না তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে। তবে বীরভূমে দলের রাশ কার হাতে থাকবে? সেই প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল নেত্রী নিজেই।

আমিই দেখব বীরভূম। সহায়তা করবে ফিরহাদ হাকিম। বীরভূমে ভরা সভায় জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। ফিরহাদ হাকিম আমায় সাহায্য করবে। আমাদের যে কোর কমিটি রয়েছে সেটা থাকবে। সকলকে নিয়ে দল চলবে। এটা মনে রাখবেন একটা প্রবাদ আছে, রাজা চলে বাজার, কুত্তা ভোকে হাজার…। এভাবেই বীরভূমের সংগঠনের ব্যাপারে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন মমতা।

তবে দলের জেলা সভাপতির পদে অবশ্য় এখনও রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানে তাঁর ডানা ছাঁটা হয়নি। তবে প্রশ্ন উঠছে অনুব্রত যখন জেলে তখন কি দ্বিতীয় কাউকে সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে ভরসা পাচ্ছেন না নেত্রী? সেকারণেই কৌশলে নিজের হাতেই সংগঠন রাখলেন তিনি। অনুব্রতর মন রাখতেই কি তিনি দ্বিতীয় কাউকে জেলা তৃণমূলের শীর্ষপদে রাখলেন না? প্রশ্নটা থেকেই গিয়েছে।

তবে তৃণমূল নেত্রীর এই উদ্যোগ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী নেতৃত্ব।

অনুব্রত যে বখরাটা পাঠাত কালীঘাটে, সেটা যাতে অন্য কোথাও না যায় সেটাই নিশ্চিত করার চেষ্টা করেছেন মমতা।সেকারণেই তিনি বীরভূমে দলের দায়িত্ব অন্য কাউকে দিতে ভরসা পাননি। আসলে তাঁর এখন অনেক সময়। সেকারণেই জেলার দায়িত্বও তিনি নিচ্ছেন। বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

মুখ্য়মন্ত্রী বীরভূম জেলায় তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু সেটা আর সম্ভব হবে না। জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে তিনি জেল থেকে বের হতে পারবেন কি না তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে। তবে বীরভূমে দলের রাশ কার হাতে থাকবে? সেই প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল নেত্রী নিজেই।

কার্যত বীরভূমে দলের যাবতীয় দায়িত্ব তিনি নিজেই নিয়ে নিলেন। এর সঙ্গে যাবতীয় সহায়তা করবেন ফিরহাদ হাকিম। এমনটাও জানিয়েছেন। এর সঙ্গেই কোর কমিটির কথা উল্লেখ করেছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্ট মণ্ডল বিরোধী নেতা বলে পরিচিত কাজল শেখকেও রাখা হয়েছে। মূলত দলের অন্দরের দ্বন্দ্বকে গোড়া থেকেই যাতে মুছে ফেলা যায় সেকারণেই উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরেই ফিরহাদ হাকিম বীরভূম তৃণমূলের পর্যবেক্ষক হিসাবে আছেন। সেই ফিরহাদ হাকিমই এবার নেত্রীকে দল পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবেন বলে নেত্রী নিজেই জানিয়েছেন।

 

বন্ধ করুন