বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘এত বড় দুঃসংবাদ’,CDS রাওয়াতের চপার দুর্ঘটনার খবরে প্রশাসনিক বৈঠক থামান মমতা

‘এত বড় দুঃসংবাদ’,CDS রাওয়াতের চপার দুর্ঘটনার খবরে প্রশাসনিক বৈঠক থামান মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি: পিটিআই) (HT_PRINT)

টুইটে মমতা লেখেন, ‘ভেঙে পড়া চপারে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবার-সহ যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছে গোটা দেশ৷’

দুপুর সাড়ে ১২টার সময় তামিলনাড়ুতে যখন সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ে তখন মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক চলছিল। সেই সময় সেনা কপ্টারের দুর্ঘটনার খবরটা পেয়ে যে কিছুটা খেই হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মাঝপথে প্রশাসনিক বৈঠক বন্ধ করে দেন মমতা।

খবর পেয়েই বৈঠকে উপস্থিত আমলাদের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের বিমান দুর্ঘটনা হয়েছে তামিলনাড়ুতে... খুব দুঃখজনক খবর। মনটা খারাপ হয়ে গেল।’ এরপরই মমতা বলেন, ‘আমি হতবাক। আরও কিছু হয়ত আলোচনার ছিল। কিন্তু যেহেতু এমন একটা দুঃসংবাদ এসে পৌঁছেছে তাই একটু আগেই বৈঠক শেষ করলাম।’

পরে মমতা টুইট করে লেখেন, ‘কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে৷ ভেঙে পড়া চপারে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবার-সহ যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছে গোটা দেশ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি৷’ 

জানা গিয়েছে সুলুর থেকে উড়ে ওয়েলিংটনে উদ্দেশে যাচ্ছিল সেনার হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে সস্ত্রীক ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। মোট ১৪ জন ছিলেন সেই হেলিকপ্টারে। দুর্ঘটনার খবর পেয়ে ক্যাবিনেট বৈঠকের মাঝপথে বেরিয়ে যান রাজনাথ সিং। এরপরই মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপরই দুপুর সাড়ে তিনটে নাগাদ দিল্লিতে সিডিএস বিপিন রাওয়াতের বাসভবনে যান রাজনাথ সিং। সেখানে কয়েক মিনিট থেকেই বেরিয়ে যান রাজনাথ সিং। জানা গিয়েছে এদিন সংসদে এই ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিতে পারেন রাজনাথ সিং।

 

বন্ধ করুন