বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভিডিয়োতে মমতার মন্তব্যকে বিদ্রুপ, ইউটিউবারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভিডিয়োতে মমতার মন্তব্যকে বিদ্রুপ, ইউটিউবারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

প্রতিকি ছবি।

গত ২৫ সেপ্টেম্বর তারাতলা থানায় সাগর দাস নামে এক যুবক অভিযোগ দায়ের করে জানান, মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিকৃত করে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে কুরুচিকর ভিডিয়ো পোস্ট করা হচ্ছে। যার জেরে হিংসা ছড়াতে পারে। এর পর ঘটনার তদন্ত শুরু লালবাজারের গুন্ডাদমন শাখা।

মুখ্যমন্ত্রীর বক্তব্য ব্যবহার করে বিদ্রুপাত্মক ভিডিয়ো তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত তুহিন মণ্ডল রানাঘাটের তাহেরপুরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা অভিযোগ এনেছেন তদন্তকারীরা।

গত ২৫ সেপ্টেম্বর তারাতলা থানায় সাগর দাস নামে এক যুবক অভিযোগ দায়ের করে জানান, মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিকৃত করে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে কুরুচিকর ভিডিয়ো পোস্ট করা হচ্ছে। যার জেরে হিংসা ছড়াতে পারে। এর পর ঘটনার তদন্ত শুরু লালবাজারের গুন্ডাদমন শাখা। সোমবার তারা তাহেরপুরে তুহিনের বাড়িতে হানা দেন। সেখানে তুহিনকে গ্রেফতার করে তারা। বাজেয়াপ্ত হয় তাঁর মোবাইল ফোন।

ডিসেম্বরের মধ্যে গ্রেফতার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক দাবি সুকান্তর

সম্প্রতি এক সরকারি সভায় যুব সমাজকে স্বনির্ভর হতে চা - ঘুগনি বিক্রির পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে গোটা রাজ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে নানা বিদ্রুপে। এই নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন মমতা। বলেন, তাঁর ব্যক্তিগত মত নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ চলছে।

বলে রাখি, এর আগে একই রকম অভিযোগে ইউটিউবার রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। একাধিক FIR-এর ভিত্তিতে প্রায় ১ মাস তাঁকে জেলবন্দি করে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর পর ক্ষমা প্রার্থনার শর্তে আদালত থেকে জামিন পান তিনি।

 

বন্ধ করুন