শেখ শাহজাহান গ্রেফতারির কয়েক ঘণ্টা পর প্রথম ঝাড়গ্রামে তাঁর জনসভা। সবাই তাকিয়ে ছিলেন এই জনসভা থেকে শাহজাহানের গ্রেফতারি পর তিনি কিছু বলেন কি না? দেখা গেল এ নিয়ে কোনও মন্তব্য করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য বুধবার তিনি বলেন, কোনও অন্যায়কে প্রশ্রয় দেন না। ভুল হয়েছে জানতে পারলে, ভুল শোধরাতে যাবতীয় সাহায্য করেন তিনি।
শেখ শাহজাহান গ্রেফতার হতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দেন কুণাল ঘোষ। এর আগে অভিষেক দাবি করেছিলেন, আদালতের আইনি জটেই শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। যদিও আদালত স্পষ্টতই অভিষেকের সেই দাবি মানতে চায়নি। পরে আদালতে নির্দেশ দেয় চাইলে পুলিশ, ইডি যে কেউ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। এর পর সক্রিয় হয় পুলিশ। রাতেই এফআইআর করে শাহজাহানকে খুঁজতে শুরু করে।
এই আবহে শাহজাহান গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় ফের অভিষেককে 'ধন্যবাদ জ্ঞাপন' করলেন কুণাল। তৃণমূল মুখপাত্র নিজের বার্তায় লেখেন, 'আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোরাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।' মুখ্যমন্ত্রী অবশ্য ঝাড়গ্রামের সভা থেকে এ নিয়ে কোন কথা বলেননি।
একশ দিনের কাজের প্রসঙ্গ
ঝাড়গ্রামের সভাতেও মুখ্যমন্ত্রী এদিন ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা প্রসঙ্গও তোলা। যদিও রাজ্য সরকার সেই বকেয়া টাকা ফেরত দিতে শুরু করেছে। তিনি বলেন,এক শ্রমিকের কাছে শুনলাম ১০০ দিনের কাজের টাকা বাবদ তাঁর অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা ঢুকেছে। বুঝুন এই টাকা কেন্দ্র আটকে রেখেছিল। আমরা দিয়ে দিয়েছি। খুব বড় কাজ।'
আরও পড়ুন। এ যেন সিনেমার দৃশ্য! কনভয়ে ঢুকল অন্য গাড়ি, এই ফাঁকে শাহজানকে নিয়ে সোজা কলকাতায় পুলিশ
পর্যটন সার্কিট
জঙ্গলমহলে পর্যটন সার্কিট গড়ে তোলার কথা আগেও বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গ আবারও তুলে বলেন, আমি ইন্দ্রনীলকে পর্যটন সার্কিট করতে বলেছি। এই পর্যটন সার্কিট ঝাড়গ্রাম থেকে শুরু করে ঝিলমিল হয়ে বাঁকুড়া-বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে।
আরও পড়ুন। '১০ বছর খুব ব্যস্ত থাকতে হবে আপনাকে', শাহজাহানের আইনজীবীকে বললেন প্রধান বিচারপতি
আর রক্ত না ঝরে
মঙ্গলবার শিলদা কাণ্ডে ২৩ জনকে দোষী ঘোষণা করেছে আদালত। জঙ্গলমহলের সেই সব রক্তাক্ত দিনের কথা স্মরণ করে বলেন, আগে এই জঙ্গলমহলে রক্ত ঝরেছে । আমি এখানে ঘুরে বেরিয়েছি। এখন জঙ্গমহলে আর রক্ত ঝরে না। আগামী দিনেও যেন আর না ঝরে।
আরও পড়ুন। শুভেন্দু অধিকারীর গ্রেফতারি চাই, শাহজাহান গ্রেফতার হতেই দাবি তার ভাইয়ের