বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata To Sufiyan: ‘আমার হারের দিন কোথায় ছিলি?’ মমতার প্রশ্নে বিদ্ধ ‘স্নেহের’ সুফিয়ান

Mamata To Sufiyan: ‘আমার হারের দিন কোথায় ছিলি?’ মমতার প্রশ্নে বিদ্ধ ‘স্নেহের’ সুফিয়ান

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ সুফিয়ান।

গতকাল খড়গপুরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রকাশ্যে শেখ সুফিয়ানকে প্রশ্নবাণে বিদ্ধ করেন মমতা। সুফিয়ানের কাছে তিনি জানতে চান, নন্দীগ্রামে যেদিন তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন, সেদিন সুফিয়ান কোথায় ছিলেন।

গতকাল খড়গপুরে দুই মেদিনীপুরের বিধায়ক, পুরসভার পদাধিকারী ও পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রকাশ্যে শেখ সুফিয়ানকে প্রশ্নবাণে বিদ্ধ করেন মমতা। সুফিয়ানের কাছে তিনি জানতে চান, নন্দীগ্রামে যেদিন তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন, সেদিন সুফিয়ান কোথায় ছিলেন।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে তোপ দাগেন। তিনি বলেন, ‘নন্দীগ্রাম আন্দোলনের সময়ে বাপ-বেটা কোথায় ছিলেন? আমি তো নন্দীগ্রামের ভিতরে ভিতরে আনিসুর রহমানের মোটরবাইকে করে ঘুরেছি।’

এদিকে জানা যায়, বৈঠকে নন্দীগ্রাম ১ ব্লকের জেলা পরিষদ সদস্য নাসিমা খাতুন মমতাকে বলেন, ‘নন্দীগ্রামে ব্লক সভাপতি বদলাতে হবে। জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যানও বদল করতে হবে। এঁরা বিধানসভা ভোটে সক্রিয় ছিলেন না।’ এরপরই মমতা সুফিয়ানকে প্রশ্ন করেন, ‘সে দিন তুই কোথায় ছিলি! আমি হারার পরে পুনর্গণনা চেয়েছিলি?’ জবাবে সুফিয়ান বলেন, ‘দিদি আপনাকে যাঁরা বলছেন, তাঁরা ভুল বার্তা দিচ্ছেন। আমি গণনা কেন্দ্রেই ছিলাম। আপনার সঙ্গে ছিলাম ,আছি এবং থাকব।’ পরে মমতা বলেন, ‘আমি তোকে স্নেহ করি।’

পাশাপাশি মমতা বৈঠকে বলেন, ‘সুফিয়ান তো সহ-সভাধিপতি আছে। সভাধিপতি পদ যে হেতু ওবিসির জন্য সংরক্ষিত, তাই আমি চাই উত্তম বারিক সভাধিপতি হোন। এঁরা দু’জন সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করুক।’

বন্ধ করুন