মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। পুলিশে অভিযোগ জমা পড়ল মালদা ও মুর্শিদাবাদ জেলার একাধিক জেলায়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনার কথা জানিয়েছেন প্রতারিতরা। সব থেকে বড় কথা হল, প্রতারিতরা সবাই তৃণমূলকর্মী।
মালদার বাসিন্দা সুশান্ত প্রসাদ বলেন, আমি একজন তৃণমূলকর্মী। আমার সঙ্গে একটি দলীয় সভায় সাদামানিক হক নামে এক তৃণমূল কর্মীর পরিচয় হয়। তিনি বলেন মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের পিএ বাস্তব মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় রয়েছে। টাকা দিলে তিনি চাকরি ও রেশন ডিলারশিপের ব্যবস্থা করতে পারেন। সেকথা শুনে আমি বাস্তব মিত্রকে রেশন ডিলারশিপ ও স্ত্রীর চাকরির জন্য ৭.৫ লক্ষ টাকা দিই। তার মধ্যে ২.৮৫ লক্ষ টাকা দিয়েছিলাম অনলাইনে। সেই টাকাটা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দিচ্ছে না।
তিনি জানান, সাদামানিককে ময়দানে নামিয়ে মালদা ও মুর্শিবাদ জেলায় ৭ - ৮ জনের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা তুলেছেন বাস্তব মিত্র নামে ওই ব্যক্তি। দেড় বছর হয়ে গেলেও কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি। টাকা ফেরত চাইতে ফোন করলে ফোন ধরছেন না তিনি।
ঘটনার কথা অজিতবাবুকে জানিয়েও লাভ হয়নি বলে জানিয়েছেন প্রতারিতরা। এর পর মালদা, বৈষ্ণবনগর ও ফরাক্কা থানায় বাস্তব মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে বলেও দাবি তাঁদের।