বাটানগরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুলের জমি জবরদখল করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনার প্রেক্ষিতে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্য। রুজু হয়েছে মামলাও। অভিযোগপত্রে সৌরভের আপ্তসহায়ক দাবি করেছেন, জমি দখলের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তাঁকে বাধা দিলে ওই জমির নিরাপত্তার দায়িত্বে রক্ষীকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন সৌরভের আপ্তসহায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি। পালটা নিরাপত্তারক্ষীর বিষয়ে দুষ্কর্মের অভিযোগ তুলেছেন তিনি। থানায় দায়ের করেছেন অভিযোগ। সেইসঙ্গে তাঁর দাবি, সৌরভ অত্যন্ত প্রভাবশালী। কিন্তু সেটা বাস্তব ঘটনা, সেটা পালটে যাবে না।
দক্ষিণ ২৪ পরগনার বাটানগরের ওই জমিতে একটি স্কুল তৈরি করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ। সৌরভের সেই জমিতে একজন ঢুকে পড়ছেন বলে অভিযোগ করা হয়েছে। সৌরভের আপ্তসহায়ক দাবি করেছেন, গত কয়েকদিন ধরে নিরাপত্তারক্ষীকে বিরক্ত করছেন ওই ব্যক্তি। বেআইনিভাবে সৌরভের জমিতে ঢোকার চেষ্টা করছেন এবং তালা ভাঙার চেষ্টা করছেন। একাধিকবার বারণ করেও কোনও লাভ হয়নি। উলটে আটকাতে গেলে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীকে মারধরের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সৌরভের আপ্তসহায়ক।
আরও পড়ুন: 'একজন বিশ্বমানের ক্যাপ্টেনের মুখ থেকে এমন কথা মানা যায় না', সৌরভের উপর চটলেন বাট
শুধু তাই নয়, সৌরভের আপ্তসহায়ক দাবি করেছেন যে ফোন করেও হুমকি দিয়েছেন ওই ব্যক্তি। তাঁর কাছে সেই অডিয়ো রেকর্ডিংও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) আছে। যে অডিয়ো রেকর্ডিং মহেশতলায় থানায় পাঠিয়েও দিয়েছেন বলে দাবি করেছেন সৌরভের আপ্তসহায়ক। অভিযোগপত্রে তিনি বলেছেন, ‘দয়া করে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
আরও পড়ুন: IPL 2024: কোচ হিসেবে পন্টিংকেই রাখছে DC? পার্থ জিন্দলের কথায় মিলল ইঙ্গিত, সৌরভ কী থাকছেন?
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর দাবি, ওই জমিতে কয়েকজন নেহাতই আড্ডা দিতেন না। অন্য কোনও অভিপ্রায় ছিল না। পালটা সৌরভের জমির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মহেশতলায় থানায় অভিযোগ দায়ের করেছেন। সেইসঙ্গে তাঁর দাবি, ‘দাদা’ সৌরভ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। কিন্তু সেটার জন্য তো সত্যি পালটে যায় না। তিনি সাধারণ ব্যক্তি হলেও সত্যিটাই জানাবেন। তাঁকে ইতিমধ্যে মহেশতলা থানায় তলব করা হয়েছে। একপ্রস্থ জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে অভিযুক্ত দাবি করেছেন।