বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Train Accident: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কাকা–ভাইপোর, মদ্যপান করে ফেরার সময় বিপত্তি নদিয়ায়

Train Accident: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কাকা–ভাইপোর, মদ্যপান করে ফেরার সময় বিপত্তি নদিয়ায়

ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হযে গেল কাকা–ভাইপোর দেহ।

মদ্যপান করে কোন দিকে তাঁরা যাবেন সেটা বুঝতে পারেননি। তাই রেললাইনে উঠে পড়েন। সেখান থেকেই যাচ্ছিল লালগোলা প্যাসেঞ্জার। তীব্র গতি থাকায় তা দাঁড়াতে পারেনি। বারবার আওয়াজ দেওয়া হলেও সেটা তাঁরা শুনতে পাননি। ফলে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়েন কাকা–ভাইপো। এটা দুর্ঘটনা না অন্য কিছু সেটা খতিয়ে দেখছে রেলপুলিশ।

রেললাইনের ধারে বসে মদ্যপান করছিলেন দুই ব্যক্তি। সম্পর্কে তাঁরা কাকা–ভাইপো। কিন্তু মদ্যপান করে আর বাড়ি ফেরা হল না তাঁদের। কারণ রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হযে গেল কাকা–ভাইপোর দেহ। সেই দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা ট্রেনে ধাক্কা খান বলেই অনুমান রেল পুলিশের। নদিয়ার বেথুয়াডহরি এবং মুরাগাছা স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়েন তাঁরা। কৃষ্ণনগর রেল পুলিশ ঘটনার তদন্ত করছে।

ঠিক কী ঘটেছে নদিয়ায়?‌ রেল পুলিশ সূত্রে খবর, নিহত দুই ব্যক্তির নাম সুফল মণ্ডল এবং সুখরাম মণ্ডল। সম্পর্কে তাঁরা কাকা–ভাইপো। তাঁদের বাড়ি বেথুয়াডহরি মধ্যপাড়ায়। বৃহস্পতিবার বেথুয়াডহরি এবং মুরাগাছা স্টেশনের মাঝে রেললাইনের উপর থেকে দু’জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। তখন খবরদেন স্থানীয়রা। প্রাথমিক তথ্য যা পাওযা গিয়েছে তাতে মনে করা হচ্ছে, বুধবার রাতে লালগোলা প্যাসেঞ্জারে কাটা পড়েছেন দু’জনে। মদ্যপান করছিলেন এখানে।

কী বলছেন স্থানীয় বাসিন্দারা?‌ স্থানীয় সূত্রে খবর, এই কাকা–ভাইপো প্রায়দিনই মদ্যপান করত। রেললাইনের ধারে গিয়ে চোলাই মদ কিনে খেত তারা। এখানে বেথুয়াডহরি ও মুরাগাছা স্টেশনের মাঝে রেললাইন সংলগ্ন জায়গায় চোলাই মদের ঠেক রয়েছে। সেখানেই মদ্যপান করতে গিয়েছিলেন দু’জনে। রাতে মদ্যপান করে লাইন পার হতে গেলেই বিপত্তি ঘটে। নেশার ঘোরে রেললাইনে উঠে পড়লে রাতের শেষ লালগোলা প্যাসেঞ্জার ধাক্কা মেরে বেরিয়ে যায়।

আর কী জানা যাচ্ছে?‌ মদ্যপান করে কোন দিকে তাঁরা যাবেন সেটা বুঝতে পারেননি। তাই রেললাইনে উঠে পড়েন তাঁরা। সেখান থেকেই যাচ্ছিল লালগোলা প্যাসেঞ্জার। তীব্র গতি থাকায় তা দাঁড়াতে পারেনি। বারবার আওয়াজ দেওয়া হলেও সেটা তাঁরা শুনতে পাননি। ফলে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়েন কাকা–ভাইপো। তবে এটা দুর্ঘটনা নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখছে কৃষ্ণনগর রেলপুলিশ। এই ঘটনার পরই লাইনের ধারে মদের ঠেক উচ্ছেদের দাবিতে সরব হন স্থানীয়রা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মঙ্গলবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র আগেই জেনে নিন ভোগের লাবড়া রান্নার সিক্রেট টিপস মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.