চোলাই বিক্রির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে উত্তাল পুরুল্যার বাঘমুন্ডি। বাঘমুন্ডির রাবিডি গ্রামে আবগারি দফতরের অভিযানের সময় গ্রেফতার হয়েছিলেন শিকারি মুন্ডা নামে ওই যুবক। যুবকের মৃত্যুর প্রতিবাদে বাঘমুন্ডি লাগোয়া চড়িদায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১৬ ফেব্রুয়ারি রবিডি গ্রামে হানা দেয় আবগারি দফতরের আধিকারিকরা। চোলাই বিক্রির অভিযোগে শিকারি মুন্ডা নামে ওই যুবককে গ্রেফতার করেন তাঁরা। সঙ্গে উদ্ধার হয় ২০ লিটার চোলাই। পরদিন শিকারি মুন্ডাকে আদালতে পেশ করলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। গত ২০ ফেব্রুয়ারি পুলিশ জানায় জেল হেফাজতে মৃত্যু হয়েছে ওই যুবকের।
মঙ্গলবার প্রশাসনের তরফে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়। এর পরই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। চড়িদায় পথ অবরোধ করেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, আবগারি কর্মীদের মারে মৃত্যু হয়েছে শিকারি মাহাতোর।
অভিযোগ অস্বীকার করে আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল। আমাদের হেফাজতে সে সুস্থই ছিল। জেল হেফাজতে কী হয়েছে বলতে পারবো না।