মনসা পুজোয় বচসা, কামড়ে হাতের আঙুল ছিঁড়ে নিলেন মত্ত যুবক
1 মিনিটে পড়ুন . Updated: 19 Jun 2022, 08:58 PM IST- স্থানীয়রা জানিয়েছেন, রবিবার গ্রামে মনসা পুজো ছিল। গ্রামবাসীরা আনন্দ করছিলেন। তখন সেখানে অকারণে পীযূষের সঙ্গে বিবাদ বাঁধায় নন্দন।
যুবকের আঙুল কামড়ে নেওয়ার অভিযোগ উঠল মত্ত এক যুবকের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুরের কালনা মহকুমার রায়পুরের। আহত পীযূষকান্তি ঘোষকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। অভিযুক্ত নন্দন পালকে খুঁজছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার গ্রামে মনসা পুজো ছিল। গ্রামবাসীরা আনন্দ করছিলেন। তখন সেখানে অকারণে পীযূষের সঙ্গে বিবাদ বাঁধায় নন্দন। তাকে মত্ত অবস্থায় মারধর শুরু করে। অন্য গ্রামবাসীরা বাধা দেন। এরই মাঝে মত্ত অবস্থায় নন্দন পীযূষের ডান হাতের বুড়ো আঙুলের একাংশ কামড়ে ছিঁড়ে নেয়। এর পর এলাকা ছেড়ে পালায় সে।
সঙ্গে সঙ্গে আহত যুবককে কালনা মহকুমা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা যুবককে SSKM-এ স্থানান্তরের পরামর্শ দেন। যুবকের আঙুলের কাটা অংশ জোড়া লাগানোর চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ। অভিযুক্তের ২ সহযোগীকে গ্রেফতার করেছে তারা।