স্ত্রীকে কটূক্তি করার প্রতিবাদ করায় মাথায় কুড়ুল মেরে এক যুবককে খুন করল প্রতিবেশী। ঘটনা পূর্ব বর্ধমানের গলসির সন্তোষপুর গ্রামের। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম উৎপল ঘোষ। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। রবিবার রাতে বন্ধুর ফোনে বাড়ি থেকে বেরোন তিনি। রাত বাড়লেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। তখন পুকুরপাড়ে মাথায় কুড়ুলবিদ্ধ অবস্থায় যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরিবার পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাতে পুলিশ জানতে পারেন উৎপলবাবুর স্ত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিলেন স্থানীয় মনোজ ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি। রবিবার রাতে বন্ধুদের সঙ্গে গল্প করতে বাড়ি থেকে বেরোন উৎপল। তার পর ফেরেননি। এর পরই মনোজের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে।
জেরায় মনোজ স্বীকার করেছে, রবিবার রাতে পুকুর পাড় দিয়ে একা ফিরছিলেন উৎপল। তখন তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে সে।