
তাস খেলাকে কেন্দ্র করে বিবাদে যুবককে পিটিয়ে মারল ‘বন্ধু’রা
১ মিনিটে পড়ুন . Updated: 06 Nov 2021, 10:53 PM IST- ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
তাস খেলাকে কেন্দ্র করে আশান্তির জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল দুর্গাপুরে। নিহত যুবকের নাম পালন বাউড়ি। শনিবার সন্ধ্যায় ফরিদপুর থানা এলাকার রসিকডাঙায় ঘটনাটি ঘটে। উত্তেজনা প্রশমণে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে তাস খেলছিলেন পালনবাবু। তখনই তাস খেলা নিয়ে বচসা শুরু হয়। তার জেরে পালনকে পেটাতে শুরু করেন অন্যান্যরা। কিছুক্ষণের মধ্যেই নিশ্চেজ হয়ে পড়েন পালন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অভিযুক্তদের শাস্তির আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। এলাকায় টহল দিচ্ছেন পুলিশ আধিকারিকরা।
ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে আটক করেছে পুলিশ। নিছকই সেখানে তাস খেলা চলছিল, না কি আড়ালে চলছিল জুয়া, তা জানতে তদন্ত শুরু হয়েছে।