বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মদের আসরে পাওনা ১০০ টাকা নিয়ে বচসা, বন্ধুকে ছুরি মারল যুবক

মদের আসরে পাওনা ১০০ টাকা নিয়ে বচসা, বন্ধুকে ছুরি মারল যুবক

অভিযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়।

গুরুতর আহত সাধন ব্যাপারি একটি রিকশা করে পূর্ব যাদবপুর থানায় যায়। সেখানে পুলিশ কর্মীরা তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করে। পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে সেটা নরেন্দ্রপুর থানার এলাকা মধ্যে পড়ে।

মদের আসরে বন্ধুর কাছে পাওনা ১০০ টাকা নিয়ে বচসা। যার জেরে বন্ধুকে ছুরি মারল যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। গুরুতর আহত অবস্থায় সাধন ব্যাপারি নামে ওই যুবক চিত্তরঞ্জন মেডিক্যালে চিকিৎসাধীন। অভিযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে পূর্ব যাদবপুর থানা ও নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকায় একটি মাছের ভেড়িতে মদ খেতে বসেছিল মুকুন্দপুর এলাকার বাসিন্দা তিন বন্ধু। বেশ কিছুদিন আগে সাধন ব্যাপারি তার বন্ধু বাপিকে একশো টাকা ধার দিয়েছিল। মদের আসরে সেই ১০০ টাকা চেয়ে বসে সাধন। আর তাতেই ক্ষেপে যায় মদের আসরে বসে থাকা আরও এক বন্ধু সঞ্জীব চট্টোপাধ্যায়।সঙ্গে থাকা ছুরি দিয়ে সে সাধান ব্যাপারির উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে সঞ্জীব। সাধন ব্যাপারির গলায় ও পেটে ছুরি দিয়ে আঘাত করে, তারপরে চম্পট দেয় বাপি ও সঞ্জীব।

গুরুতর আহত সাধন ব্যাপারি একটি রিকশা করে পূর্ব যাদবপুর থানায় যায়। সেখানে পুলিশ কর্মীরা তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করে। পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে সেটা নরেন্দ্রপুর থানার এলাকা মধ্যে পড়ে। তারপরে খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। শনিবার সন্ধ্যাতেই মুকুন্দপুর এলাকা থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের কে গ্রেফতার করে।

রাতেই সাধনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার সঞ্জীবকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। যদিও অভিযুক্ত সঞ্জীবের দাবি, তার মাকে গালাগালি করায় তিনি সাধনকে ছুরি মেরেছেন।

 

বন্ধ করুন