আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি সদনে। কিন্তু, সেই অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তা নিয়ে বেজায় ক্ষুব্ধ হলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। কেন মুখ্যমন্ত্রীর ছবি নেই? মঞ্চে বসেই তিনি ক্ষোভ উগরে দেন। কী কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়নি তা নিয়ে জেলা শাসককে অনুসন্ধান করতে বলেছেন মানস ভুঁইয়া। এই ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।
প্রদ্যোৎ স্মৃতি সদনে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে বুধবার বিকেলে আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের জল সম্পদ ও পরিবেশ দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন উদ্বোধনে গিয়ে মন্ত্রী সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্প্রতি দণ্ডিকাণ্ড নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। ৩ জন আদিবাসী মহিলা ১ কিলোমিটার দণ্ডি কেটে তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে আদিবাসী আবেগ উসকে দিয়ে সমালোচনায় সরব হয় বিজেপি। তার পরেই আদিবাসীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি না থাকা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আদিবাসীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি না থাকা প্রসঙ্গে মানস ভুঁইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের দিক-নির্দেশের পথিকৃৎ। কারণ আমরা চলছি তাঁর অনুপ্রেরণাতে। আমরা কাজ করছি তাঁকে সামনে রেখে। আমাদের যত উৎসাহ উদ্দীপনা হলেন মুখ্যমন্ত্রী। তাই এই ধরনের অনুষ্ঠানে তাঁর ছবি দেখলে আমাদের ভালো লাগে।’
এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘আদিবাসী সমাজ মনে করে আমাদের মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী। বারবার আদিবাসী ভাই বোনদের অপমান করছে। তাই আদিবাসী জনসমাজ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। সামনে পঞ্চায়েত ভোট রয়েছে তাতে তৃণমূল যোগ্য উত্তর পাবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup