বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mango price: জলের দরে বিকোচ্ছে ফলের রাজা, বাজারে আম ফেলে প্রতিবাদ চাষিদের

Mango price: জলের দরে বিকোচ্ছে ফলের রাজা, বাজারে আম ফেলে প্রতিবাদ চাষিদের

মাজদিয়া বাজারে বিক্রি হচ্ছে আম। নিজস্ব ছবি

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও প্রচুর পরিমাণে আম ফলন হয়। হিমসাগর, বোম্বাই ইত্যাদি বিভিন্ন ধরনের আমে গরমকালে বাজার ছেয়ে যায়।  এবার আমের ফলন তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে এবার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে বিগত বেশ কয়েক বছরের রেকর্ড। ৪০ ডিগ্রি পার করে গিয়েছে এবারের তাপমাত্রা। 

বিগত বেশ কয়েক বছরের মধ্যে এবার আমের ফলন অনেকটাই বেশি হয়েছে। তাতে প্রথমদিকে চাষিরা খুশি হলেও এখন তাদের পরিস্থিতি খুবই সংকটজনক। চাহিদার থেকে ফলন তুলনামূলকভাবে বেশি হওয়ার ফলে সেই আমের উপযুক্ত দাম পাচ্ছেন না আম চাষিরা। তাছাড়া, অতিরিক্ত তাপমাত্রার জেরে সময়ের আগে গাছের মধ্যেই সমস্ত আম পেকে যাচ্ছে। আর সেসব রাখার জন্য হিমঘরও নেই। এসবের কারণে বাধ্য হয়ে বাজারে জলের দরেই আম বিক্রি হচ্ছে চাষিদের। মাত্র ৬ থেকে ৮ টাকা কিলো দরে পাইকারি বাজারে আম বিক্রি করতে হচ্ছে চাষিদের। এই অবস্থায় আম ফেলে দিয়ে প্রতিবাদে জানালেন আম চাষিরা। এমনই ছবি দেখা গেল নদিয়ার মাজদিয়ার পাইকারি বাজারে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও প্রচুর পরিমাণে আম ফলন হয়। হিমসাগর, বোম্বাই ইত্যাদি বিভিন্ন ধরনের আমে গরমকালে বাজার ছেয়ে যায়। এবার আমের ফলন তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে এবার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে বিগত বেশ কয়েক বছরের রেকর্ড। ৪০ ডিগ্রি পার করে গিয়েছে এবারের তাপমাত্রা। সেই কারণে সময়ের আগেই পেকে যাচ্ছে সমস্ত আম। আর এর ফলেই সমস্যায় পড়েছেন আম চাষিরা। অতিরিক্ত তাপমাত্রার জেরে সময়ের আগে গাছের মধ্যেই সমস্ত আম পেকে যাওয়ার ফলে চাষিরা বাধ্য হয়ে সেই আম নিয়ে যাচ্ছেন মাজদিয়ার সবজি আড়তে। চাহিদার থেকে ফলন তুলনামূলকভাবে বেশি হওয়ার ফলে সেই আমের উপযুক্ত দাম পাচ্ছে না বলে অভিযোগ করেন আম চাষিরা।

এছাড়াও মাজদিয়া সবজি আড়তে নির্দিষ্টভাবে কোনও হিমঘর বা কোল্ড স্টোরেজ না থাকার কারণে অতিরিক্ত আমগুলি কোথাও সংরক্ষণ করা যাচ্ছে না। যার ফলে বাধ্য হয়েই জলের দরে আম বিক্রি করে দিতে হচ্ছে চাষিদের। তাঁরা জানিয়েছেন, গত বছর পাকা আমের পাইকারি দর ছিল কিলো প্রতি ৫০ থেকে ৬০ টাকা। তবে এবছর ৬ টাকা থেকে ৮ টাকা কিলো দরে পাইকারি হারে আম বিক্রি করছেন তাঁরা। আর এর ফলেই উপযুক্ত দাম না পাওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন আম চাষিরা। তাঁরা হিমঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। মঙ্গলবার বাজারে আম ফেলে দিয়ে প্রতিবাদ জানান চাষিরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন