২০২৪-এর লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। রাজনৈতিক পালা বদল হওয়ার পর হুগলি কেন্দ্রে এবার ভাঙন ধরল গেরুয়া শিবিরে। সদ্য নির্বাচিত হওয়া তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একাধিক নেতাকর্মী। যদিও এর ফলে দলে প্রভাব পড়বে না বলে দাবি বিজেপির।
আরও পড়ুন: ডিভোর্স নাহলেও আলাদা থাকতেন!স্ত্রী সাংসদ হওয়ার পর ফের এক ছাদের তলায় প্রবাল-রচনা?
যে সমস্ত নেতারা তৃণমূলে যোগদান করেছেন তাদের মধ্যে রয়েছেন সিঙ্গুর দু’নম্বর পঞ্চায়েতের বিজেপির দুবারের পঞ্চায়েত সদস্য সমীর হালদার, প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম মোদক এবং দলের একাধিক নেতাকর্মী। রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মিতালী বাগ প্রমুখ। রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিন তারা তৃণমূলের পতাকা হাতে তুলে ঘাসফুল শিবিরে যোগদান করেন। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির নেতা কর্মীরা দাবি করেন, যে তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতেই ঘাসফুলে যোগ দিয়েছেন। কারণ এলাকার উন্নয়নের জন্য কখনই তারা বিজেপির সাহায্য পাননি। এর জন্য তৃণমূলের কাছেই তাদের ছুটে যেতে হয়েছে। তাই এলাকার উন্নয়ন আরও ভালোভাবে করার জন্য তারা তৃণমূলে যোগ দিয়েছেন। রচনা বন্দোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বিজেপি করা উচিত নয়।’
যদিও দলের নেতা কর্মীদের তৃণমূলে যোগ দেওয়াকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বিজেপি নেতৃত্ব। দলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, যে পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি চাপে পড়ে এই কাজ করেছেন। অন্যদিকে, প্রাক্তন মণ্ডল সভাপতিকে আগে শোকজ করা হয়েছিল। তারপর থেকে দলের সঙ্গে তার দুরত্ব বেড়েছে। ফলে এতে বিজেপিতে বিশেষ কোনও প্রভাব পড়বে না।
উল্লেখ্য, এর আগে হুগলিতে বিজেপির সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়। ২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক চমক দেখা গিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিলেন দিদি নম্বর ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও রচনা রাজনীতিতে একেবারেই নবীন। তবে নির্বাচনে সেই রচনার কাছেই পরাজয় হয় লকেটের। তবে শুধু হুগলি কেন্দ্রেই নয়, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের আরও বেশ কয়েকটি আসন বিজেপির কাছ থেকে দখল করে নিয়েছে তৃণমূল। আর তারপরেই একাধিক জায়গায় শুরু হয়েছে দলবদল।