আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় অসংখ্য লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান স্টেশনের কাছে ব্রিজ ভাঙার কাজ চলবে। তাই ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে। সেজন্য রবিবার তো সব লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার কয়েকটি ট্রেন বাতিল থাকছে। বৃহস্পতিবার আবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত সব ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে ওই কয়েকদিন একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে?
আজ (৫ ফেব্রুয়ারি) সমস্ত লোকাল ট্রেন (হাওড়া এবং বর্ধমানের মধ্যে, ব্যান্ডেল এবং বর্ধমানের মধ্যে), সব মেমু ট্রেন (বর্ধমান এবং আসানসোলের মধ্যে, বর্ধমান এবং রামপুরহাটের মধ্যে) এবং লোকাল প্যাসেঞ্জার ট্রেন (বর্ধমান এবং আসানসোলের মধ্যে, বর্ধমান এবং রামপুরহাটের মধ্যে) বাতিল থাকছে। অর্থাৎ রাত ১২ টা থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বাতিল করে দিয়েছে পূর্ব রেল।
সোমবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
আগামিকাল (সোমবার, ৬ ফেব্রুয়ারি) হাওড়া-বর্ধমান শাখায় (ভায়া মেন লাইন এবং ভায়া কর্ড লাইন) একাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। কোন কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) বর্ধমান থেকে বাতিল ট্রেন (ভায়া কর্ড লাইন): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮৩৬, ৩৬৮৪০, ৩৬৮৫০ এবং ৩৬০১২।
২) বর্ধমান থেকে বাতিল ট্রেন (ভায়া মেন লাইন): ৩৭৮১২, ৩৭৭৮২, ৩৭৮৩৪, ৩৭৮৩৮ এবং ৩৭৮৪২।
৩) হাওড়া থেকে বাতিল ট্রেন (ভায়া কর্ড লাইন): ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৫১ এবং ৩৬০১১।
৪) হাওড়া থেকে বাতিল ট্রেন (ভায়া মেন লাইন): ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৭৮১, ৩৭৮২৭ এবং ৩৭৮৩৭।
মঙ্গলবার ও বুধবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) বর্ধমান থেকে বাতিল ট্রেন (ভায়া কর্ড লাইন): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৪০, ৩৬৮৪৪, ৩৬৮৪৮, ৩৬৮৫০ এবং ৩৬০১২।
২) বর্ধমান থেকে বাতিল ট্রেন (ভায়া মেন লাইন): ৩৭৮১২, ৩৭৮১৮, ৩৭৭৮২, ৩৭৮৩৪, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৮, ৩৭৮৫৪ এবং ৩৭৭৮৪।
৩) হাওড়া থেকে বাতিল ট্রেন (ভায়া কর্ড লাইন): ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩৩, ৩৬৮৩৭, ৩৬৮৪৭, ৩৬৮৫১, ৩৬৮৫৫ এবং ৩৬০১১।
৪) হাওড়া থেকে বাতিল ট্রেন (ভায়া মেন লাইন): ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩১, ৩৭৮৩৭, ৩৭৮৪১ এবং ৩৭৮৫৩।
৫) ব্যান্ডেল থেকে বাতিল ট্রেন: ৩৭৭৮১।
বৃহস্পতিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি (ইংরেজি মতে) রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হাওড়া-বর্ধমান-হাওড়া শাখা এবং ব্যান্ডেল-বর্ধমান-ব্যান্ডেল শাখার সব লোকাল ট্রেন বাতিল থাকবে। যে প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে, সেই স্টেশনের সময় বিবেচনা করা হবে।
বিশেষ লোকাল ট্রেন পরিষেবা
রবিবার স্পেশাল ট্রেনের তালিকা
হাওড়া-শক্তিগড়-হাওড়া লোকাল
১) আপ স্পেশাল-১: হাওড়া থেকে ছাড়বে ভোর ৫ টায়। শক্তিগড়ে পৌঁছাবে সকাল ৭ টায়।
২) আপ স্পেশাল-৩: হাওড়া থেকে ছাড়বে ভোর ০৬.০০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে সকাল ০৮.০০ মিনিটে।
৩) আপ স্পেশাল-৫: হাওড়া থেকে ছাড়বে সকাল ০৯.০০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে বেলা ১১.০০ মিনিটে।
৪) আপ স্পেশাল-৭: হাওড়া থেকে ছাড়বে সকাল ১০.০৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে বেলা ১২.০৫ মিনিটে।
৫) আপ স্পেশাল-৯: হাওড়া থেকে ছাড়বে বেলা ১২.৩০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে দুপুর ২.৩০ মিনিটে।
৬) আপ স্পেশাল-১১: হাওড়া থেকে ছাড়বে দুপুর ২.২০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে বিকেল ০৪.২০ মিনিটে।
৭) আপ স্পেশাল-১৩: হাওড়া থেকে ছাড়বে বিকেল ০৪.৪৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে সন্ধ্যা ০৬.৪৫ মিনিটে।
৮) আপ স্পেশাল-১৫: হাওড়া থেকে ছাড়বে বিকেল ০৫.৩৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে সন্ধ্যা ০৭.৩৫ মিনিটে।
৯) আপ স্পেশাল-১৭: হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ০৬.৩৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে রাত ০৮.২৫ মিনিটে।
১০) আপ স্পেশাল-১৯: হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ০৭.০০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে রাত ০৯.০০ মিনিটে।
১১) আপ স্পেশাল-২১: হাওড়া থেকে ছাড়বে রাত ০৮:২০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে রাত ১০.২০ মিনিটে।
১২) আপ স্পেশাল-২৩: হাওড়া থেকে ছাড়বে রাত ০৯.০০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছাবে রাত ১১.০০ মিনিটে।
১৩) আপ স্পেশাল-২৫: হাওড়া থেকে ছাড়বে রাত ১০.১০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে রাত ১২.১০ মিনিটে।
১৪) ডাউন স্পেশাল-২: শক্তিগড় থেকে ছাড়বে ভোর ০৪.২০ মিনিটে, হাওড়ায় পৌঁছবে সকাল ০৬.৩০ মিনিটে।
১৫) ডাউন স্পেশাল-৪: শক্তিগড় থেকে ছাড়বে সকাল ০৬.৩০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ০৮.৪০ মিনিটে।
১৬) ডাউন স্পেশাল-৬: শক্তিগড় থেকে ছাড়বে সকাল ০৭.১০ মিনিটে, হাওড়ায় পৌঁছবে সকাল ০৯.২০ মিনিটে।
১৭) ডাউন স্পেশাল-৮ শক্তিগড় থেকে ছাড়বে সকাল ০৭.৫০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ১০.০০ মিনিটে।
১৮) ডাউন স্পেশাল-১০: শক্তিগড় থেকে ছাড়বে সকাল ০৮.৩৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ১০.৪৫ মিনিটে।
১৯) ডাউন স্পেশাল-১২: শক্তিগড় থেকে ছাড়বে সকাল ০৯.০০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ১১.০০ মিনিটে।
২০) ডাউন স্পেশাল-১৪: শক্তিগড় থেকে ছাড়বে সকাল ১০.১২ মিনিটে, হাওড়াতে পৌঁছবে বেলা ১২.২২ মিনিটে।
২১) ডাউন স্পেশাল-১৬: শক্তিগড় থেকে ছাড়বে সকাল ১১.৩৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে দুপুর ০১.৪৫ মিনিটে।
২২) ডাউন স্পেশাল-১৮: শক্তিগড় থেকে ছাড়বে দুপুর ০১.৪০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে দুপুর ০৩.৫০ মিনিটে।
২৩) ডাউন স্পেশাল-২০: শক্তিগড় থেকে ছাড়বে দুপুর ০৩.১৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে বিকেল ০৫.২৫ মিনিটে।
২৪) ডাউন স্পেশাল-২২: শক্তিগড় থেকে ছাড়বে সন্ধ্যা ০৬.০০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ০৮.১০ মিনিটে।
২৫) ডাউন স্পেশাল-২৪: শক্তিগড় থেকে ছাড়বে রাত ০৮.৪০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ১০.৫০ মিনিটে।
২৬) ডাউন স্পেশাল-২৬: শক্তিগড় থেকে ছাড়বে রাত ১০.১০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ১২.২০ মিনিটে।
হাওড়া-মশাগ্রাম-হাওড়া লোকাল
১) আপ স্পেশাল-১: হাওড়া থেকে ছাড়বে সকাল ০৬.১০ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সকাল ০৮.১০ মিনিটে।
২) আপ স্পেশাল-৩: হাওড়া থেকে ছাড়বে সকাল ০৮.২৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সকাল ১০.২৫ মিনিটে।
৩) আপ স্পেশাল-৫: হাওড়া থেকে ছাড়বে সকাল ১০.১৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে বেলা ১২.১৫ মিনিটে।
৪) আপ স্পেশাল-৭ হাওড়া থেকে ছাড়বে বেলা ১২.০৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে দুপুর ০২.০৫ মিনিটে।
৫) আপ স্পেশাল-৯: হাওড়া থেকে ছাড়বে দুপুর ০২.৪৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে বিকেল ০৪.৪৫ মিনিটে।
৬) আপ স্পেশাল-১১৪ হাওড়া থেকে ছাড়বে বিকেল ০৫.২৭ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সন্ধ্যা ০৭.২৭ মিনিটে।
৭) আপ স্পেশাল-১৩: হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ০৬.১০ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে রাত ০৮.১০ মিনিটে।
৮) আপ স্পেশাল-১৫ হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ০৭.৪৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে রাত ০৯.৪৫ মিনিটে।
৯) আপ স্পেশাল-১৭: হাওড়া থেকে ছাড়বে রাত ০৮.২০ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে রাত ১০.২০ মিনিটে।
১০) আপ স্পেশাল-১৯: হাওড়া থেকে ছাড়বে রাত ১০.১০ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে রাত ১২.১০ মিনিটে।
১১) ডাউন স্পেশাল-২: মশাগ্রাম থেকে ছাড়বে ভোর ০৪.১০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ০৬.১০ মিনিটে।
১২) ডাউন স্পেশাল-৪: মশাগ্রাম থেকে ছাড়বে সকাল ০৬.০৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ০৮.০৫ মিনিটে।
১৩) ডাউন স্পেশাল-৬: মশাগ্রাম থেকে ছাড়বে সকাল ০৭.১০ মিনিটে, হাওড়াতে পৌঁছাবে সকাল ০৯.১০ মিনিটে।
১৪) ডাউন স্পেশাল-৮: মশাগ্রাম থেকে ছাড়বে সকাল ০৭.৪০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ০৯.৪০ মিনিটে।
১৫) ডাউন স্পেশাল-১০: মশাগ্রাম থেকে ছাড়বে সকাল ০৮.৩০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সকাল ১০.৩০ মিনিটে।
১৬) ডাউন স্পেশাল-১২: মশাগ্রাম থেকে ছাড়বে সকাল ০৯.৪০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে বেলা ১১.৪০ মিনিটে।
১৭) ডাউন স্পেশাল-১৪: মশাগ্রাম থেকে ছাড়বে সকাল ১১.৩০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে দুপুর ১.৩০ মিনিটে।
১৮) ডাউন স্পেশাল-১৬: মশাগ্রাম থেকে ছাড়বে দুপুর ০২.৪২ মিনিটে, হাওড়াতে পৌঁছবে বিকেল ০৪.৪২ মিনিটে।
১৯) ডাউন স্পেশাল-১৮: মশাগ্রাম থেকে ছাড়বে সন্ধ্যা ০৭.৪৩ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ০৯.৪৩ মিনিটে।
২০) ডাউন স্পেশাল-২০: মশাগ্রাম থেকে ছাড়বে রাত ০৮:৩০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ১০.৩০ মিনিটে।
সোমবার এবং মঙ্গলবার স্পেশাল ট্রেন
হাওড়া-শক্তিগড়-হাওড়া লোকাল
১) আপ স্পেশাল-১: হাওড়া থেকে ছাড়বে বেলা ১১.২৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে দুপুর ১.৩৪ মিনিটে।
২) আপ স্পেশাল-৩: হাওড়া থেকে ছাড়বে দুপুর ২.২০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে বিকাল ৪.১৮ মিনিটে।
৩) আপ স্পেশাল-৫: হাওড়া থেকে ছাড়বে বিকাল ৫.৩৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।
৪) আপ স্পেশাল- ৭: হাওড়া থেকে ছাড়বে রাত ৮.২০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে রাত ১০.৩৪ মিনিটে।
৫) ডাউন স্পেশাল-২: শক্তিগড় থেকে ছাড়বে দুপুর ১.৫২ মিনিটে, হাওড়াতে পৌঁছবে বিকাল ৪.০৫ মিনিটে।
৬) ডাউন স্পেশাল-৪: শক্তিগড় থেকে ছাড়বে বিকাল ৪.৪২ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সন্ধ্যা ৭.০২ মিনিটে।
৭) ডাউন স্পেশাল-৬: শক্তিগড় থেকে ছাড়বে সন্ধ্যা ৭.৪৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ৯.৫০ মিনিটে।
৮) ডাউন স্পেশাল-৮: শক্তিগড় থেকে ছাড়বে রাত ১০.৪৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ১২.৫০ মিনিটে।
হাওড়া-মশাগ্রাম-হাওড়া লোকাল
১) আপ স্পেশাল-১: হাওড়া থেকে ছাড়বে বেলা ১১.২২ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে দুপুর ১.০৮ মিনিটে।
২) আপ স্পেশাল-৩: হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩.৩৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছাবে বিকাল ৫.০৮ মিনিটে।
৩) আপ স্পেশাল-৫: হাওড়া থেকে ছাড়বে বিকাল ৫.৩৩ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সন্ধ্যা ৭.০৬ মিনিটে।
৪) আপ স্পেশাল-৭: হাওড়া থেকে ছাড়বে রাত ১১.১৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে রাত ১২.৫৬ মিনিটে।
৫) ডাউন স্পেশাল-২: মশাগ্রাম থেকে ছাড়বে দুপুর ১.২০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে দুপুর ৩.০৫ মিনিটে।
৬) ডাউন স্পেশাল-৪: মশাগ্রাম থেকে ছাড়বে বিকাল ৫.২০ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সন্ধ্যা ৭.১০ মিনিটে।
৭) ডাউন স্পেশাল-৬: মশাগ্রাম থেকে ছাড়বে সন্ধ্যা ৭.১৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ৮.৫০ মিনিটে।
৮) ডাউন স্পেশাল-৮: মশাগ্রাম থেকে ছাড়বে রাত ১.০৫ মিনিটে, হাওড়াতে পৌঁছবে রাত ২.৪০ মিনিটে।
বৃহস্পতিবার স্পেশাল ট্রেন
হাওড়া-শক্তিগড়-হাওড়া লোকাল
১) আপ স্পেশাল-১, আপ স্পেশাল-৩, আপ স্পেশাল-৫ আপ স্পেশাল-৭, আপ স্পেশাল-৯ এবং আপ স্পেশাল-১১: রবিবারের (৫ ফেব্রুয়ারি) মতোই চলবে।
২) আপ স্পেশাল-১৩: হাওড়া থেকে ছাড়বে দুপুর ০৩.৪০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে বিকেল ০৫.৪০ মিনিটে।
৩) আপ স্পেশাল-১৫: হাওড়া থেকে ছাড়বে বিকেল ০৪.৪৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে সন্ধ্যা ০৬.৪৫ মিনিটে।
৪) আপ স্পেশাল-১৭: হাওড়া থেকে ছাড়বে বিকেল ০৫.০০ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে সন্ধ্যা ০৭.০০ মিনিটে।
৫) আপ স্পেশাল-১৯: হাওড়া থেকে ছাড়বে বিকেল ০৫.৩৫ মিনিটে, শক্তিগড়ে পৌঁছবে সন্ধ্যা ০৭.৩৫ মিনিটে।
৬) ডাউন স্পেশাল-২, ডাউন স্পেশাল-৪, ডাউন স্পেশাল-৬, ডাউন স্পেশাল-৮, ডাউন স্পেশাল-১০, ডাউন স্পেশাল-১২, ডাউন স্পেশাল-১৪, ডাউন স্পেশাল-১৬, ডাউন স্পেশাল-১৮ এবং ডাউন স্পেশাল-২০: রবিবারের মতোই চলবে।
হাওড়া-মশাগ্রাম-হাওড়া লোকাল
১) আপ স্পেশাল-১: হাওড়া থেকে ছাড়বে সকাল ০৬.১০ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সকাল ০৮.১০ মিনিটে।
২) আপ স্পেশাল-৩: হাওড়া থেকে ছাড়বে সকাল ০৮.২৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সকাল ১০.২৫ মিনিটে।
৩) আপ স্পেশাল-৫: হাওড়া থেকে ছাড়বে সকাল ০৯.৩০ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে বেলা ১২.৩০ মিনিটে
৪) আপ স্পেশাল-৭: হাওড়া থেকে ছাড়বে সকাল ১০.১৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে বেলা ১২.১৫ মিনিটে।
৫) আপ স্পেশাল ৯ হাওড়া থেকে ছাড়বে বেলা ১২.০৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে দুপুর ০২.০৫ মিনিটে
৬) আপ স্পেশাল-১১: হাওড়া থেকে ছাড়বে দুপুর ০১.৩২ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে দুপুর ০৩.৩২ মিনিটে।
৭) আপ স্পেশাল-১৩: হাওড়া থেকে ছাড়বে দুপুর ০২.৪৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে বিকাল ০৪.৪৫ মিনিটে
৮) আপ স্পেশাল-১৫: হাওড়া থেকে ছাড়বে দুপুর ০৩.৩৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে বিকাল ০৫.৩৫ মিনিটে।
৯) আপ স্পেশাল-১৭: হাওড়া থেকে ছাড়ৰে বিকাল ০৫.২৭ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সন্ধ্যা ০৭.২৭ মিনিটে।
১০) আপ স্পেশাল-১৯ হাওড়া থেকে ছাড়বে বিকাল ০৫.৩৫ মিনিটে, মশাগ্রামে পৌঁছবে সন্ধ্যা ০৭.৩৫ মিনিটে।
১১) ডাউন স্পেশাল-২, ডাউন স্পেশাল-৪, ডাউন স্পেশাল-৬. ডাউন স্পেশাল-৮. ডাউন স্পেশাল-১০, ডাউন ২ স্পেশাল-১২ এবং ডাউন স্পেশাল-১৪: রবিবারের (৫ ফেব্রুয়ারি) মতোই চলবে।
১২) ডাউন স্পেশাল-১৬: মশাগ্রাম থেকে ছাড়বে বেলা ১২.১৪ মিনিটে, হাওড়াতে পৌঁছবে দুপুর ০২.১৪ মিনিটে।
১৩) ডাউন স্পেশাল-১৮: মশাগ্রাম থেকে ছাড়বে দুপুর ০২.৪২ মিনিটে, হাওড়াতে পৌঁছবে বিকাল ০৪.৪২ মিনিটে।
১৪) ডাউন স্পেশাল-২০: মশাগ্রাম থেকে ছাড়বে বিকেল ০৫.১৪ মিনিটে, হাওড়াতে পৌঁছবে সন্ধ্যা ০৭.১৪ মিনিটে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)