আগামী মঙ্গলবার (৭ মার্চ) দোল পড়েছে। সেজন্য শিয়ালদা ডিভিশনে অসংখ্য লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। যে তালিকায় আছে কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, দোলে লোকাল ট্রেনে একেবারেই ভিড়ের চাপ থাকে না। ট্রেন ফাঁকা থাকে। বিশেষত সকালের দিকে ট্রেনে তো যাত্রীর সংখ্যা খুব কম নয়। সেজন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
দোল উপলক্ষ্যে শিয়ালদা ডিভিশনে কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে?
শিয়ালদা-বজবজ শাখায় কাজের জন্য বাতিল ট্রেন
দোলের আগেই শিয়ালদা-বজবজ শাখায় শনিবার/রবিবার কয়েকটি ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টালিগঞ্জ এবং নিউ আলিপুরের মধ্যে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত ন'টা থেকে রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।
বাতিল ট্রেনের তালিকা
- শিয়ালদা-বজবজ শাখা: ডাউন ৩৪১৬০, ডাউন ৩৪১৬৪, আপ ৩৪১৫৯ এবং আপ ৩৪১৬৩। শনিবার (৪ মার্চ) বাতিল থাকবে।
- শিয়ালদা-বজবজ শাখা: ডাউন ৩৪১১২, ডাউন ৩৪১১৬, ডাউন ৩৪১২২, ডাউন ৩৪১২৬, আপ ৩৪১১১, আপ ৩৪১১৫, আপ ৩৪১১৭, আপ ৩৪১২১ এবং আপ ৩৪১২৫। রবিবার (৫ মার্চ) বাতিল থাকবে।
- নৈহাটি-শিয়ালদা শাখা: ৩১৪২২।
- শিয়ালদা-বিবাদী বাগ শাখা: ডাউন ৩০৪১২ এবং আপ ৩০৪১১।
আরও পড়ুন: Howrah-NJP Vande Bharat: বাড়ছে গতি, শীঘ্রই ঘণ্টায় ১৩০ কিমিতে ছুটবে বন্দে ভারত
কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
- শনিবার (৪ মার্চ): আপ ৩৪১৫৭ এবং আপ ৩৪১৬১ বজবজ-শিয়ালদা লোকাল নিউ আলিপুর পর্যন্ত যাবে। ডাউন ৩৪১৬২ এবং ডাউন ৩৪১৬৬ শিয়ালদা-বজবজ লোকাল নিউ আলিপুর থেকে ছাড়বে।
- রবিবার (৫ মার্চ): আপ ৩৪১১৩, আপ ৩৪১১৯ এবং আপ ৩৪১২৩ বজবজ-শিয়ালদা লোকাল নিউ আলিপুর পর্যন্ত যাবে। ডাউন ৩৪১১৮, ডাউন ৩৪১২৪ এবং ডাউন ৩৪১৩০ শিয়ালদা-বজবজ লোকাল নিউ আলিপুর থেকে ছাড়বে।
- শনিবার আপ ৩৪১৬৫ বজবজ-শিয়ালদা লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে। অন্যদিকে, রবিবার ডাউন ৩৪১২০ শিয়ালদা-বজবজ লোকাল মাঝেরহাট থেকে ছাড়বে।
- রবিবার আপ ৩১০৫১ বজবজ-নৈহাটি লোকাল নিউ আলিপুর পর্যন্ত যাবে। ডাউন ৩৪১২০ শিয়ালদা-বজবজ লোকাল নিউ আলিপুর থেকে ছাড়বে।
আরও পড়ুন: Indian Railways: মালগাড়ি থেকে চুরি বন্ধ! রেলের নতুন স্মার্ট লকে OTP এলে তবেই খুলবে তালা
কোন কোন ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে (৫ মার্চ)?
- ডাউন ৩৪০৫২ নৈহাটি-বজবজ লোকাল শিয়ালদায় ঘুরিয়ে দেওয়া হবে। বজবজে যাবে না।
- ডাউন ৩০৩৪২ বনগাঁ-মাঝেরহাট লোকাল দমদম জংশন থেকে কাঁকুড়গাছি হয়ে বালিগঞ্জে চলে আসবে।
- ডাউন ৩০৭১৭ মাঝেরহাট লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে।
- আপ ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল চক্ররেলের লাইন দিয়ে যাবে। বালিগঞ্জ হয়ে দমদম জংশন হয়ে যাবে না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)