বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্টেশনে মাস্ক পরতে ভুলে যাচ্ছেন? বিশেষ দাওয়াইয়ের ব্যবস্থা করেছে পুলিশ

স্টেশনে মাস্ক পরতে ভুলে যাচ্ছেন? বিশেষ দাওয়াইয়ের ব্যবস্থা করেছে পুলিশ

মাস্ক না পরায় ব্য়পক ধরপাকড় দুর্গাপুর স্টেশনে।

স্টেশন চত্বরে মাইকিং করা শুরু হয়েছে। মানুষ যাতে মাস্ক পরেন সেব্যাপারে অনুরোধ করা হচ্ছে।

দাবি মেনেই ফের চালু হয়েছে লোকাল ট্রেন। ট্রেনের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। কিন্তু সোমবার দুর্গাপুর স্টেশনে, একাধিক ট্রেনে দেখা গেল মাস্ক পরার কোনও বালাই নেই যাত্রীদের একাংশের মধ্য়ে। তবে অনেকেরই মুখে মাস্ক না থাকলেও তাদের পকেটে অবশ্য মাস্ক ছিল। এখানেই প্রশ্ন উঠছে বার বার যাত্রীদের বলা সত্ত্বেও কেন তাঁরা মাস্ক পরছেন না? তবে কি তাঁরা চাইছেন ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ুক? ফের কি তাঁরা চাইছেন আবার লোকাল ট্রেন বন্ধ হয়ে যাক? 

যাত্রীদের একাংশ অবশ্য এনিয়ে একেবারে নিরব। এনিয়ে সংবাদমাধ্যমের ক্য়ামেরার সামনে মুখ খুলতে চাননি অনেকেই। এদিকে এক যাত্রী বলেন, পকেটে রয়েছে। এখনই মাস্ক পরে নিচ্ছি। অপর যাত্রীর অজুহাত, খাচ্ছিলাম বলে মাস্ক খুলে রেখেছি। কেউ আবার রুমাল, গামছা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন। এদিকে ট্রেন পুরোদমে চালু হতেই অনেকেই দল বেঁধে, পরিবার নিয়ে বেড়াতে বেরিয়েছেন। কিন্তু তাদের অনেকের মুখে মাস্কের বালাই নেই। মাস্ক ছাড়াই স্টেশনে, ট্রেনে ঘুরছেন যাত্রীরা। তবে এবার যাত্রীদের সতর্ক করতে বিশেষ উদ্যোগ রেল পুলিশের। স্টেশন চত্বরে মাইকিং করা শুরু হয়েছে। মানুষ যাতে মাস্ক পরেন সেব্যাপারে অনুরোধ করা হচ্ছে। এদিকে মাস্ক না পরে যারা ঘুরছেন তাদেরকে ধরপাকড়ও করা হচ্ছে।এমনকী তাদের জরিমানারও ব্যবস্থা করা হচ্ছে পুরোদমে। 

 

বন্ধ করুন