বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North 24 Pargana: স্কুলে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়া, চাঞ্চল্য এলাকায়

North 24 Pargana: স্কুলে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়া, চাঞ্চল্য এলাকায়

স্কুলের মধ্যেই অসুস্থ বেশ কয়েকজন ছাত্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আজ থেকে ওই স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। সেইমতোই স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলেন ছাত্রীরা। আর পরীক্ষা দেওয়ার সময় ঘটে বিপত্তি। একে একে বেশ কয়েকজন ছাত্রী পরীক্ষা চলাকালীনই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে অসুস্থ ছাত্রীদের নিয়ে যাওয়া হয় স্থানীয় নলমুড়ি হাসপাতালে।

চাঞ্চল্যকর ঘটনা ঘটল একটি স্কুলে। পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল একের পর এক পড়ুয়া। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারগাতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। ঘটনায় অসুস্থ ছাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না শিক্ষকরা।

স্কুল সূত্রে জানা গিয়েছে, আজ থেকে ওই স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। সেইমতোই স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলেন ছাত্রীরা। আর পরীক্ষা দেওয়ার সময় ঘটে বিপত্তি। একে একে বেশ কয়েকজন ছাত্রী পরীক্ষা চলাকালীনই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে অসুস্থ ছাত্রীদের নিয়ে যাওয়া হয় স্থানীয় নলমুড়ি হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ তাদের চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেলে পড়ুয়াদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়। স্কুলের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা অসুস্থ রয়েছে তারা হোস্টেলে থাকে। সব মিলিয়ে দুটো হোস্টেলে ১৭০ জন ছাত্রী থাকে। বেশ কয়েকদিন ধরেই ওই হোস্টেলের ছাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়ছিল।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিভাবকদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন মহিলা সংক্রান্ত সমস্যার কারণেই এরকম সমস্যা হচ্ছে। বেশ কয়েকজনের অ্যালার্জি হচ্ছে। চিকিৎসঙ্গের সঙ্গে কথা বলে হোস্টেলে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের মানসিক সমস্যা রয়েছে বলেও মনে করছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, পরীক্ষার কারণে মানসিকভাবে চিন্তা বেড়েছিল ছাত্রীদের। সেই কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। ছাত্রীদের অভিভাবকরাও জানিয়েছেন, ওই ছাত্রীরা মানসিকভাবে খুবই দুর্বল।

বাংলার মুখ খবর

Latest News

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.