গতকাল থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর হোম সেন্টারে হচ্ছে উচ্চমাধ্যমিক। ফলে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা এবার অনেক বেশি। কোভিডের কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নে কাটলেও পরীক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নন অনেক স্কুলের শিক্ষকরা। একাধিক স্কুলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেনি। আর এদের পরীক্ষা দিতে না আসার কারণ হল উচ্চমাধ্যমিকের আগেই অনেকের বিয়ে হয়ে গিয়েছে। অনেকে আবার ভিন রাজ্যে কাজে চলে গিয়েছে।
বেশ কয়েকটি স্কুলে ঘুরে এরকমই তথ্য জানা গিয়েছে। হরিহরপাড়ার পদ্মনাভপুর হাইমাদ্রাসার প্রধান শিক্ষক বকুল আহমেদ জানান, বেশ কয়েকজন পরীক্ষার্থী এবছর পরীক্ষা দেয়নি। তারা ফর্ম ফিলাপ করেছিল কিন্তু অ্যাডমিট কার্ড নিতে আসেনি। তারা সকলেই ছিল ছাত্রী। খোঁজখবর নিয়ে জানা যায় ওই ছাত্রীদের বিয়ে হয়ে গিয়েছে। তার মধ্যে একজন আবার মা হয়েছে। হরিহরপাড়ার গোবরগাড়া হাইমাদ্রাসাতেও একই ঘটনা সামনে এসেছে। নওদার টুঙ্গি এসএস হাই স্কুলে ৭ জন পরীক্ষা দেয়নি। তারাও ছাত্রী, তাদেরও বিয়ে হয়ে গিয়েছে বলে খবর। হরিহরপাড়া হাই স্কুলের ৪ ছাত্রীও এবার পরীক্ষা দেয়নি। তাদেরও বিয়ে হয়ে গিয়েছে বলে জানতে পেরেছেন স্কুলের শিক্ষকরা।
প্রসঙ্গত, গত দু বছর ধরে করোনার ফলে পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়েছে। স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্র যেমন পড়াশোনা ছেড়ে ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিয়েছে, তেমনি অনেকেরই আবার বিয়ে হয়ে গিয়েছে। এরজন্য অভিভাবকদের অসচেতনতাকেই দায়ী করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।