বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Dinajpur: বামেদের কর্মসূচিতে ধুন্ধুমার, কর্মী সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত অনেকেই

North Dinajpur: বামেদের কর্মসূচিতে ধুন্ধুমার, কর্মী সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত অনেকেই

বামেদের অভিযানে আহত কর্মী। নিজস্ব ছবি

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন দুর্নীতির ইস্যুতে আন্দোলনকে জোরদার করতে রাজ্যজুড়ে ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি চালাচ্ছে বামেরা। আজ বৃহস্পতিবার মূলত পঞ্চায়েত স্তরে বিভিন্ন দুর্নীতি নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় ডিএম অফিস ঘেরাও অভিযান চালায় বামেরা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একাধিক দুর্নীতি ইস্যু নিয়ে বামেদের ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন বাম কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলল জল কামান, লাঠিচার্জ করল পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক আহত হয়েছেন।

আরও পড়ুন: ‘চোর ধরো জেলে ভরো’, সভার আগে শুভেন্দুর বিরুদ্ধে পোস্টারে ছেয়ে গেল সাঁইথিয়া

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন দুর্নীতির ইস্যুতে আন্দোলনকে জোরদার করতে রাজ্যজুড়ে ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি চালাচ্ছে বামেরা। আজ বৃহস্পতিবার মূলত পঞ্চায়েত স্তরে বিভিন্ন দুর্নীতি নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় ডিএম অফিস ঘেরাও অভিযান চালায় বামেরা। আন্দোলনের অঙ্গ হিসেবে রায়গঞ্জের শিলিগুরি মোড় থেকে শুরু হয় দলের মিছিল। সেখানে জেলার প্রতিটি ব্লক থেকে দলীয় নেতাকর্মীরা যোগ কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনে শক্তি জোগাতে সামিল হন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস।

ডিএম অফিসে সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বাম কর্মী সমর্থকরা। তবে জেলাশাসকের দফতরে পৌঁছনোর আগেই বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে দেয় পুলিশ। কিন্তু সিপিএম কর্মী সমর্থকেরা সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে বেঁধে যায় সিপিএমের খণ্ডযুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। চালানো হয় জলকামান। ঘটনায় বেশ কয়েকজন সিপিএমের কর্মী আহত হন।

বন্ধ করুন