ফের স্বাধীনতা দিবসে মাওবাদী পোস্টার উদ্ধার হল জঙ্গলমহলে। শনিবার বেলপাহাড়ির বিভিন্ন গ্রামে পোস্টারগুলি উদ্ধার হয়। খবর পেয়ে পোস্টারগুলি সরিয়ে ফেলে পুলিশ। কিন্তু ঘটনায় জঙ্গলমহলে ফের সন্ত্রাসের দিন ফেরার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।
শনিবার সকালে ঝাড়গ্রাম – পুরুলিয়া রাজ্য সড়কের ওপর বাঁকাশোল, শালতল-সহ বিভিন্ন গ্রামে আলতা দিয়ে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার হয়। তাতে স্বাধীনতা দিবসকে কালা দিবস হিসাবে পালনের ডাক দেওয়া হয়।
সাত সকালে গ্রামে ফের মাওবাদী পোস্টার দেখে আঁতকে ওঠেন গ্রামবাসীরা। মনে পড়ে যায় এক দশক আগের দীর্ঘ রক্তাক্ত ইতিহাসের কথা। খবর পেয়ে গ্রামে পৌঁছয় পুলিশ। পোস্টারগুলি ছিড়ে ফেলেন।
ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌর বলেন, ‘কে বা কারা পোস্টার লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’