বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মঙ্গলবার জঙ্গলমহলে বনধ ডাকল মাওবাদীরা, পোস্টারে ছয়লাপ বাঘমুন্ডি

মঙ্গলবার জঙ্গলমহলে বনধ ডাকল মাওবাদীরা, পোস্টারে ছয়লাপ বাঘমুন্ডি

উদ্ধার হওয়া একটি পোস্টার।

মাওবাদী দলের ২ সদস্য রিমিল ও বিপ্লবের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার জঙ্গলমহলে বনধ ডেকেছে মাওবাদীরা। সোমবার বাঘমুন্ডি এলাকায় পোস্টার দিয়ে বনধ ডাকার কথা জানিয়েছে তারা।

পুলিশ অভিযানে ২ যুবকের মৃত্যুর প্রতিবাদে জঙ্গলমহলজুড়ে বনধ ডাকল মাওবাদীরা। সোমবার বিজেপির ডাকা বনধের সকালে পুরুল্যার বাঘমুন্ডি জুড়ে দেখা যায় মাওবাদী পোস্টার। সঙ্গে পোস্টারে এলাকার যুবকদের সরকারি ভাতার লোভ ছেড়ে জঙ্গলে ফিরে যেতে আহ্বান জানানো হয়েছে।

মাওবাদী দলের ২ সদস্য রিমিল ও বিপ্লবের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার জঙ্গলমহলে বনধ ডেকেছে মাওবাদীরা। সোমবার বাঘমুন্ডি এলাকায় পোস্টার দিয়ে বনধ ডাকার কথা জানিয়েছে তারা। সাদা কাগজে লাল কালিতে সুন্দর হাতের লেখায় লেখা সেই পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। কে বা কারা পোস্টার সাঁটাল তা খতিয়ে দেখছে পুলিশ।

পোস্টারে দাবি করা হয়েছে, সরকারি ভাতা ও চাকরির লোভ দেখিয়ে যুবকদের বেশি দিন রোখা যাবে না। তারা মাও আন্দোলনে অংশগ্রহণ করতে জঙ্গলে ফিরবেই। মাওবাদীদের দাবি, প্রশাসনিক কর্তাদের একাংশের অপদার্থতায় সাধারণ মানুষের সমস্যার কথা সরকারের কানে পৌঁছচ্ছে না।

পোস্টার পড়ার খবর পেয়েই তৎপর হয় পুলিশ। পোস্টারগুলি কে বা কারা সাঁটিয়েছে তা জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। রাজ্যে মাওবাদীরা নির্মূল হয়ে গিয়েছে বলে যে দাবি তোলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এদিন পোস্টারের সংখ্যা।

 

বন্ধ করুন