বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাওবাদীদের ডাকা বাংলা বন্‌ধে শুনশান জঙ্গলমহল, বন্ধ দোকানপাট, নেই যানবাহন

মাওবাদীদের ডাকা বাংলা বন্‌ধে শুনশান জঙ্গলমহল, বন্ধ দোকানপাট, নেই যানবাহন

শুনশান জঙ্গলমহল

কয়েকদিন ধরেই জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বাংলা বন্‌ধ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল।

বেলপাহাড়ি, লালগড়, বারিকুল, বিনপুর ১ ও ২ ব্লক, জামবনি ব্লক, গড়বেতা, শালবনি, গোয়ালতোড়—এই জায়গাগুলির নামের সঙ্গে মানুষ পরিচিত হয়েছিল মাওবাদীদের অতিসক্রিয়তায়। তবে সেটা বাম আমলে। পালাবদলের পর বিষয়টি অনেকটা শান্ত হয়েছিল। কিন্তু আবার যেন অশান্ত জঙ্গলমহল। কারণ মাওবাদীদের ডাকা বনধের প্রভাবে শুনশান রাস্তাঘাটের ছবি উঠে এল।

ঠিক কী বিষয়টি ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বাংলা বন্‌ধ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। এমনকী শুক্রবার বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদীরা পোস্টার ফেলেছিল। যা উদ্ধার করেছিল পুলিশ। আর শুক্রবার মাওবাদীদের ডাকা বাংলা বন্‌ধের প্রভাব দেখা গেল ঝাড়গ্রামের জঙ্গলমহলে। সমস্ত বাজার–দোকান বন্ধ। চলছে না কোনও বেসরকারি বাস, অটো, ট্যাক্সি। শুধু কয়েকটি সরকারি বাস চলছে। যেখানে যাত্রী সংখ্যা অত্যন্ত কম।

কেন এই বন্‌ধ ডাকা হয়েছে? মাওবাদীদের পোস্টার থেকে জানা গিয়েছে,‌ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্পেশাল হোমগার্ডের চাকরিতে দুর্নীতির প্রতিবাদেই ২৪ ঘণ্টা বাংলা বনধ ডেকেছে মাওবাদীরা। শুক্রবার রাস্তাঘাট ফাঁকা থাকলেও সম্ভাব্য অশান্তি ঠেকাতে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে পুলিশ। চলছে ব্যাপক টহলদারি।

তাহলে কী মাওবাদীরা আবার সক্রিয় হচ্ছে?‌ সরাসরি এই প্রশ্নের উত্তর কেউ দেননি। তবে বেলপাহাড়িতে সম্প্রতি ল্যান্ডমাইন উদ্ধার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতাকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার সেই ইঙ্গিতই বহন করছে। তার উপর বন্‌ধে সাড়া পাওয়া আরও তাৎপর্যপূর্ণ। পাহাড়–জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির রাস্তা খাঁ খাঁ করছে।

বন্ধ করুন