বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিয়ের দেড় মাসের মধ্যে রাজমিস্ত্রির সঙ্গে পালাতে গিয়ে ধরা পড়লেন নববধূ

বিয়ের দেড় মাসের মধ্যে রাজমিস্ত্রির সঙ্গে পালাতে গিয়ে ধরা পড়লেন নববধূ

রাজমিস্ত্রির সঙ্গে পালাল বধূ। প্রতীকি ছবি

হাওড়ার নিশ্চিন্দার পর এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর। 

রাজমিস্ত্রির সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পালানোর সময় ধরা পড়লেন বধূ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায়। এই ঘটনায় রাজমিস্ত্রি ও তাঁর এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মাত্র দেড় মাস আগে দাসপুরের দরি অযোধ্যা গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল জয়ন্তী পাত্র নামে ওই তরুণীর। শ্বশুরবাড়িকে এসে কয়েকদিনের মধ্যে রাকেশ শেখ নামে রাজমিস্ত্রি সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান তিনি। শনিবার প্রেমিকের হাত ধরে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করেন জয়ন্তী। কিন্তু পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে যান তাঁরা। এর পর রাকেশ শেখকে আটক করে পুলিশ। তাদের সাহায্য করার অভিযোগে মনিরুল শেখ নামে আরও এক যুবককে আটক করেছেন আধিকারিকরা।

ধৃতরা জানিয়েছে, ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের পাইকর থানা এলাকার বাসিন্দা তাঁরা। পেশায় রাজমিস্ত্রী ২ যুবক বিভিন্ন জায়গায় বরাত নিয়ে নির্মাণকাজ করেন। দাসপুরে কাজ করতে এসে জয়ন্তীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাকেশের। এর পর ঘর বাঁধার সিদ্ধান্ত নেন তাঁরা। রাকেশকে একাজে সাহায্য করেন বন্ধ মনিরুল।

যুবকদের দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতরা কোনও পাচারচক্রের সদস্য কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

বন্ধ করুন