মাঝরাতে জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হওয়ায় কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর। আর তার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হল। ভয়াবহ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা জিন্স কারখানা। আর এই আগুনের দাপটে গুরুতর আহত হয়েছেন চারজন শ্রমিক। বিস্ফোরণের জেরেই আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই চারজন শ্রমিকের মধ্যে একজনের ডান চোখের অবস্থা খুব খারাপ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখন তড়িঘড়ি কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ।
ঠিক কী ঘটেছে বিষ্ণুপুরে? স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে রয়েছে এই জিন্স কারখানা। এখানের কালীতলা আশুতি থানার অন্তর্গত চট্টা মাঝের পোল এলাকায় অবস্থিত কারখানাটি। গতকাল, শুক্রবার রাত ৩টে নাগাদ প্রচণ্ড বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে উঠতেই ঘুম ভেঙে যায় মানুষজনের। গোটা কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে। আর বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে ওই বাড়ির সামনের অংশ। এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর কারখানার মালিক পলাতক। পুলিশ খোঁজ করছে।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, জিন্স ধোলাইয়ের ওই কারখানায় রাসায়নিক মজুত করা ছিল। ড্রাম করে রাসায়নিক রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। যে শ্রমিকের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শ্রমিকের নাম নইমুল হক। এই শ্রমিকরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। এই কারখানা সংলগ্ন এলাকাতে এখন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তারপর ঠিক কী ঘটল? এই বিস্ফোরণের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাইছেন না কেউ। কারখানার মালিক গা–ঢাকা দিলেও তিনি বেশ প্রভাবশালী বলে সূত্রের খবর। পঞ্চায়েত নির্বাচন এখন দুয়ারে। সেখানে রাসায়নিক মজুত রাখা হয়েছিল একটি জিন্স ধোলাইয়ের কারখানায়। যা নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে। এখন এই ঘটনাকে ঘিরেও আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। রাসায়নিক মজুতের কারণ খতিয়ে দেখা হচ্ছে।