থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে ৫০ মিটার দূরে গিয়ে পড়ল এক শ্রমিকের দেহ। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দমদমের সিঁথি এলাকায়। ঘটনায় আরও ১ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সিঁথি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সাউথ সিঁথি রোডে রয়েছে ট্রাক ও ট্যাঙ্কারের বিশাল স্ক্র্যাপইয়ার্ড। বাতিল ট্রাক ও ট্যাঙ্কার গ্যাস কাটার দিয়ে কেটে তার ধাতু ফের ব্যবহারের জন্য বিক্রি করার কারবার চলে সেখানে। স্থানীয়দের দাবি পুরো কারবারটাই অবৈধ। কোনও সুরক্ষাবিধি না মেনে সেখানে কাটাইয়ের কাজ চলে। যার জেরে মাঝেমাঝেই নানা দুর্ঘটনা ঘটে সেখানে। কখনও আগুন ধরে যায়, কখনও হয় বিস্ফোরণ।
শুক্রবার সকালে স্ক্র্যাপইয়ার্ড থেকে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, একটি বাতিল ট্যাঙ্কার কাটার সময় টেঙ্কারের চেম্বারে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে ৫০ মিটার দূরে গাছে ঝুলছে এক শ্রমিকের দেহ। আরেক শ্রমিক ৫০ মিটার দূরে মাটিতে পড়ে কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নিহত শ্রমিকের নাম সাগর বলে জানা গিয়েছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে কাটাইয়ের ব্যবসা সম্পূর্ণ অবৈধ। কোনও সুরক্ষাবিধি মানে না এরা। এই জায়গায় একটা পুকুর ছিল। সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। থানার সামনে এতবড় বেআইনি কাজ চললেও বাধা দেয় না পুলিশ।
স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অবশ্য দাবি কাটাইয়ের কারবার অবৈধ নয়। অনুমতি না থাকলে পুলিশ কারবার করতে দেবে কেন?