পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে দেখা যায় চারটি রাজ্য বিজেপির দখলে গিয়েছে। তারপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী–সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। শুক্রবার ভোররাতে খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির একটি পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছে রেলশহরে? বিজেপির অভিযোগ, খড়গপুরে রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ করেছেন স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহেরা।
ঠিক কী অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর? এদিন অনুশ্রী বেহেরা বলেন, ‘পুরসভা নির্বাচনের সময় ছাপ্পা ভোটারকে ধরেছিলাম। তাই এবার পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র, পেনশন বুক পুড়িয়ে দেওয়া হয়েছে। দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়।’
ঘটনাস্থলে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এসে ঘুরে যান। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সারা পশ্চিমবঙ্গে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। আমাদের পার্টি অফিস দখল করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এবার আমাদের কাউন্সিলরেরই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে বিজেপি কর্মী–সমর্থকরা যে কোনও ধরনের আন্দোলন করতে প্রস্তুত।’