হিমালয়ের পাদদেশ বরাবর সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তার জেরেই আগামী ৭২ ঘণ্টায় ব্যাপক বর্ষণের আশঙ্কা তরাই ও ডুয়ার্সে। আবহাওয়া দফতরের তরফে এমনই সতকর্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে না আর্দ্রতাজনিত অস্বস্তি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে রবিবার পর্যন্ত তরাই ও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ২০০ – ২৫০ মিমি বৃষ্টি হতে পারে। পাহাড়ের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এর থেকেও বেশি। যার জেরে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে তরাই ও ডুয়ার্সে। পাহাড়ের কোথাও কোথাও নামতে পারে ধস।
আগামী ৩ দিনে শিলিগুড়িতে ১২৬ মিমি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে ১০৯ মিমি। হাসিমারায় ২২৬ মিমি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার শহরে বৃষ্টি হতে পারে ২৩৮ মিমি। কোচবিহারে ১৭৫ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি হবে উত্তর দিনাজপুরেও।
পাহাড়ে দার্জিলিংয়ে ২৭৯ মিমি বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ে ২৬০ মিমি। প্রায় একই হারে বৃষ্টি হতে পারে ভুটান পাহাড়ে।
দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ পুবের জেলাগুলি থেকে কম হবে।