রাজ্যে সাফল্য পেল তৃণমূল - সিপিআইএম জোট। সমবায় নির্বাচনে ফুৎকারে উড়িয়ে দিল বিজেপিতে। তাও আবার বিরোধী দলনেতার খাসতালুক তমলুকে। এই জোট নিয়ে মুখ খুলতে চাননি কোনও বাম নেতাই।
তমলুকের চংরাকালাগণ্ডা সমবায় নির্বাচনে বিজেপিকে রুখতে জোট করেছিল বাম ও তৃণমূল। ৯ আসনের সমবায়ে বামেদের তরফে ৩টি ও তৃণমূলের তরফে ৬টি আসনে প্রার্থী দেওয়া হয়। ৯টি আসনেই এককভাবে লড়ে বিজেপি প্রার্থীরা। রবিবার নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় ৬টি আসনে জিতেছে জোট। ৩টি আসন জিতেছে বিজেপি। ফলপ্রকাশের পরেই লাল ও সবুজ আবির নিয়ে উৎসবে মাতেন জোট প্রার্থী ও তাদের সমর্থকরা।
জেলা তৃণমূলের সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, ‘বিজেপিকে রুখতে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন শক্তিকে একজোট হতে বলেছিলাম। তাতে যারা সাড়া দিয়েছেন তারা আমাদের পাশে থেকেছেন।’
স্থানীয় এক বিজেপি নেতা বলেন, ‘এতদিন আমাদের বিরুদ্ধে সিপিএমের সঙ্গে আঁতাঁত করার অভিযোগ উঠত। এখন তো দেখছি দুর্নীতিগ্রস্ত তৃণমূলের আসল বন্ধু বামেরা।’