তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ায় ২ ISF নেতাকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে মাসুদুর রহমান মোল্লা ও জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন - ১০০ পার্সেন্ট মিথ্যে বলেছেন’ পুলিশের মহিলা DC, বিস্ফোরক RG করের চিকিৎসকের বাবা
পড়তে থাকুন - চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শুভেন্দু
গত সপ্তাহে আরজি কর কাণ্ডে ভাঙড়ের কাঁঠালিয়া থেকে ঘটকপুকুর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল ISF. সেই মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যার নাম করে হুমকি দেয় তারা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্বতঃপ্রণোদিক পদক্ষেপ করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করে রিপোর্ট পেশের নির্দেশ দেয় তারা।
আরও পড়ুন - উড়ে গেল বাড়ির চাল, উপড়ে গেল গাছ, মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হাওড়ার গ্রাম
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের পিছনে কারও মদত রয়েছে কি না তা তাঁদের জেরা করে জানার চেষ্টা চলছে।