বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাতের অন্ধকারে মোটরসাইকেলে বোমা পাচার করতে গিয়ে বিস্ফোরণ, আহত ১

রাতের অন্ধকারে মোটরসাইকেলে বোমা পাচার করতে গিয়ে বিস্ফোরণ, আহত ১

বিস্ফোরণের পর ফকির মোল্লার মোটরসাইকেল।

স্থানীয়দের অনুমান, ফকির মোটরসাইকেলে করে বোমা পাচার করছিল। তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করে মাটিয়া থানার পুলিশ। ফকির মোল্লার খোঁজ চলছে। সে কোথা থেকে বোমা সংগ্রহ করেছিল।

রাতের অন্ধকারে মোটরসাইকেলে করে বোমা পাচারের সময় বিস্ফোরণে আহত হল পাচারকারী। শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানা এলাকার ঘটনা। আহত যুবকের নাম ফকির মোল্লা। পুলিশ এসে পৌঁছনোর আগেই এলাকা ছেড়ে পালায় সে। ঘটনায় মাটিয়ার আফজলনগরে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার গভীর রাতে তারা বিকট বিস্ফোরণের শব্দ পান। এসে দেখেন রাস্তার পাড়ে পড়ে গোঙাচ্ছেন ফকির। পাশে পড়ে তার মোটরসাইকেল। মোটরসাইকেলের পাশ থেকে বেরোচ্ছে ধোঁয়া। খবর যায় থানায়। পুলিশ এসে পৌঁছনোর আগেই ফরিক মোল্লা গায়েব হয়ে যান।

স্থানীয়দের অনুমান, ফকির মোটরসাইকেলে করে বোমা পাচার করছিল। তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করে মাটিয়া থানার পুলিশ। ফকির মোল্লার খোঁজ চলছে। সে কোথা থেকে বোমা সংগ্রহ করেছিল। কোথায় নিয়ে যাচ্ছিল। কী উদ্দেশ ছিল তার জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশকর্মীদের আশঙ্কা এই ঘটনায় যুক্ত থাকতে পারে গ্রামবাসীদের একাংশ। তাদের উদ্যোগেই আহত অবস্থাতেও এলাকা ছেড়ে পালাতে পেরেছে অভিযুক্ত।

 

বন্ধ করুন