বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mayna Murder:ময়নায় BJP নেতা খুনে গ্রেফতার আরও ১, পুলিশ তদন্তে খুশি নয় পরিবার

Mayna Murder:ময়নায় BJP নেতা খুনে গ্রেফতার আরও ১, পুলিশ তদন্তে খুশি নয় পরিবার

নিহত বিজেপি নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতা - কর্মীরা। 

পুলিশি তদন্তে খুশি নয় মৃতের পরিবার। তাদের অভিযোগ, ওই ঘটনায় মোট ৩২ জনের নামে FIR হয়েছে। তাদের বিরুদ্ধে বেছে বেছে পদক্ষেপ করছে পুলিশ।

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে স্থানীয় তৃণমূলকর্মী ধীরেন বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁকে তমলুক আদালতে পেশ করেন তদন্তকারীরা। এই ঘটনায় এই নিয়ে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ।

ময়নার বাগচায় গত ১ মে রাতে বিজেপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে প্রায় ৪০ জন তৃণমূলকর্মী। তার পরই উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন মৃতের স্ত্রী। দেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিলেও সিবিআই তদন্তের দাবি নিয়ে এখনো কোনও নির্দেশ দেয়নি আদালত। যার জেরে ওই ঘটনার তদন্তভার রয়েছে রাজ্যপুলিশের কাছেই। ঘটনার প্রায় ২ সপ্তাহ পর আরও ১ জনকে গ্রেফতার করল পুলিশ।

যদিও পুলিশি তদন্তে খুশি নয় মৃতের পরিবার। তাদের অভিযোগ, ওই ঘটনায় মোট ৩২ জনের নামে FIR হয়েছে। তাদের বিরুদ্ধে বেছে বেছে পদক্ষেপ করছে পুলিশ। মৃতের পরিজনদের অনুমান, আদালতে সিবিআই তদন্তের নির্দেশ রুখতে তদন্তে যতটুকু তৎপরতা দেখানো দরকার ততটুকুই দেখাচ্ছে পুলিশ। তাদের আশঙ্কা, আদালত কোনও কারণে সিবিআই তদন্তের নির্দেশ না দিলেই গ্রেফতার হওয়া অভিযুক্তদের জামিনের ব্যবস্থা করে দেবে পুলিশই।

 

বন্ধ করুন