এখনও পর্যন্ত রাজ্যের বহু স্কুল হাম-রুবেলার টিকাকরণে অংশ নেয়নি। সেই সমস্ত স্কুলগুলিতে টিকাকরণ কর্মসূচি চালানোর জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যে ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। যে সমস্ত শিশু এবং ছাত্ররা এখনও হাম রুবেলের টিকা স্কুল থেকে নিতে পারেনি তাদের সুবিধার জন্য স্কুলগুলিতে টিকাকরণের মেয়াদ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টিকাকরণ কর্মসূচি দুটি পর্যায়ে চালানোর কথা রয়েছে। প্রথম পর্যায়ে তিন সপ্তাহ ধরে স্কুলে টিকাকরণ কর্মসূচি চালানোর পরিকল্পনা ছিল এবং শেষ দুই সপ্তাহে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে টিকাকরণ কর্মসূচির পরিকল্পনা ছিল। তবে বেশ কিছু স্কুল প্রথম তিন সপ্তাহে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। সেই কারণে স্কুলগুলিতে ১১ ফেব্রুয়ারি পর্যন্তই টিকাকরণের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবার কল্যাণ আধিকারিক অসীম দাস মালাকার।
বাংলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সি ২.৩ কোটি শিশু ও কিশোরকে এই টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে রাজ্য। এখনও পর্যন্ত ৭০ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের একজন আধিকারিক বলেছেন, টিকাকরণে কলকাতা অন্যান্য জেলার থেকে পিছিয়ে, কারণ কিছু বেসরকারি স্কুল অভিযানে অংশ নিচ্ছে না। কলকাতায় ১১ লক্ষ শিশুর মধ্যে ৪ লক্ষ শিশুকে এই টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা মনে করছেন, বাংলায় ২.৩ কোটি শিশুর মধ্যে ৯০ শতাংশ শিশুকে টিকা দেওয়া সম্ভব হলেও সেটা খুব ভালো। যদিও পাহাড়ে এখনও পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়নি। কারণ সেখানে স্কুলগুলিতে শীতকালীন ছুটি রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup