গভীর রাতে ছুরির আঘাতে রক্তাক্ত মাংস বিক্রেতা। ঘটনায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের শ্যামনগরে। কিন্তু মাংস বিক্রেতা কী ভাবে আহত হলেন তা এখনও জানা যায়নি। আহত হাসিবুল মোল্লা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, রবিবার রাতে শ্যামনগরে একটি জায়গায় বনভোজন চলছিল। তখনই আর্তনাদ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর গলায় কেউ ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। তবে শ্বাসনালিতে আঘাত লাগায় তিনি কী ভাবে আহত হলেন তা বলতে পারেননি ওই মাংস বিক্রেতা। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, এলাকারই ছেলে হাসিবুল। রাতে বনভোজন চলাকালীন হঠাৎ ওর চিৎকার শুনি। গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে। কে ওকে আঘাত করল তা কেউ দেখতে পায়নি। ফলে ঘটনাটি নিয়ে রহস্য রয়েছে। ও সুস্থ হয়ে কথা বলতে পারলে এব্যাপারে জানা যাবে।