বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Medical college: আরামবাগে নয়া মেডিক্যাল কলেজের যাত্রা শুরু, ছাত্রছাত্রী কতজন?

Medical college: আরামবাগে নয়া মেডিক্যাল কলেজের যাত্রা শুরু, ছাত্রছাত্রী কতজন?

আরামবাগে নয়া মেডিক্যাল কলেজের সূচনা। প্রতীকী ছবি (HT_PRINT)

প্রতিবেশী জেলার মানুষও উপকৃত হবে এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে। আপাতত ২০জন শিক্ষক- চিকিৎসক থাকবেন এই কলেজে। বাসিন্দাদের একাংশের মতে, কেন্দ্রীয় সহায়তা হলেও এই কলেজ তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য।

আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল। বহু প্রতীক্ষিত এই হাসপাতালের যাত্রা শুরু হল বুধবার। প্রদীপ জ্বালিয়ে বিশিষ্টজনেদের উপস্থিতিতে এই মেডিক্যাল কলেজের পথচলা শুরু হয়েছে। আপাতত প্রথম দফায় ৮৩জন ছাত্রছাত্রী এখানে মেডিক্যাল পড়াশোনার পাঠ নিতে পারবেন। এদিন বিশিষ্ট চিকিৎসকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলেজের প্রথম বর্ষের পঠনপাঠনের কাজও শুরু হল এদিন থেকে।

অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছে এই কলেজ। তাদের নির্ধারিত বিষয়গুলি পূরণ করতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠান। মোট ১০০টি আসন রয়েছে এই কলেজের। তবে আপাতত ৮৩জনকে নিয়ে শুরু হচ্ছে কলেজ। এই নয়া কলেজ মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে আসনের চাহিদা কিছুটা হলেও কমাবে।

তবে কার্যত আড়ম্বরহীনভাবেই এই কলেজের শুভ সূচনা হল এদিন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের সহায়তায় এই কলেজ তৈরি হয়েছে। তবে গত ১৪ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে রাজ্য়ের মোট ৬টি নতুন মেডিক্য়াল কলেজের উদ্বোধন করেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আরামবাগের কলেজটি তৈরিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে বলে খবর। কিন্তু সেই কলেজের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর এগিয়ে আসাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল।

তবে এদিন কলেজের পথ চলা শুরু হওয়ায় খুশি মেডিক্যাল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। মোট ৫৯৪টি শয্য়া বিশিষ্ট এই হাসপাতাল যুক্ত হচ্ছে মেডিক্যাল কলেজের সঙ্গে। প্রতিবেশী জেলার মানুষও উপকৃত হবে এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে। আপাতত ২০জন শিক্ষক- চিকিৎসক থাকবেন এই কলেজে। বাসিন্দাদের একাংশের মতে, কেন্দ্রীয় সহায়তা হলেও এই কলেজ তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য।

 

বন্ধ করুন