ইসিজি করার জন্য আর হাসপাতালে বা বেসরকারি জায়গায় ছুটতে হবে না। হঠাৎ মাঝরাতে বুকে ব্যথা হলে বা জরুরি ক্ষেত্রে এবার বাড়িতে বসেই পাওয়া যাবে ইসিজি পরিষেবা। মেদিনীপুর পুরসভা বিনামূল্যে ইসিজি পরিষেবা চালু করেছে। জরুরি ক্ষেত্রে দুয়ারেই মিলবে এই পরিষেবা। সাধারণত বর্তমানে মানুষের মধ্যে হৃদরোগের সংখ্যা বাড়ছে। সেই কথা মাথায় রেখেই পুরসভার তরফে এই পরিষেবা চালু করা হয়েছে। ফোন করলেই এই পরিষেবা পৌঁছে যাবে দুয়ারে।
আরও পড়ুন: টেলিমেডিসিনে সব রাজ্যকে পিছনে ফেলে শীর্ষে বাংলা, পরিষেবা নিতে এগিয়ে মহিলারা
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শরৎপল্লি, বল্লভপুর ও কুইকোটা এই তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মেদিনীপুর পুরসভার নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি পরিষেবা চালু করা হয়েছে বুধবার থেকে। এ বিষয়ে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিষেবা চালু করা হয়েছে। পুরসভাকে সরকারের তরফে চারটি ইসিজি মেশিন উপহার দেওয়া হয়েছে। সেগুলি দিয়ে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। এর আগে গত ৩ মার্চ মেদিনীপুর শহরের শরৎপল্লি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এক্স-রে পরিষেবা চালু করেছিল পুরসভা। আর তারপরে এবার চালু হল বিনামূল্যে ইসিজি পরিষেবা ।
চেয়ারম্যান জানান, এই এক্স-রে মেশিনগুলি অত্যাধুনিক প্রযুক্তির। পুরপ্রধান জানিয়েছেন, ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলিতে ইসিজি পরিষেবা পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে রোগীরা শারীরিক অবস্থার কারণে আসার স্বাস্থ্য কেন্দ্রে আসার মতো অবস্থায় থাকেন না বা গভীর রাতে অথবা জরুরি প্রয়োজনে ফোন করলেই পুরসভার কর্মীরা বাড়িতে গিয়ে ইসিজি করবেন। এর জন্য পুরসভার তরফে দ্রুতই জরুরি নম্বর চালু করা হবে। বাড়িতে পরিষেবা নেওয়ার ক্ষেত্রে সেই নম্বরে ফোন করতে হবে।
এই পরিষেবা দুয়ারে ইসিজি পরিষেবা বললেও ভুল হবে না বলে জানান পুরপ্রধান। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পও সারা বিশ্ব থেকে প্রশংসা পেয়েছে। ফলে একে দুয়ারে ইসিজি পরিষেবা বললেও অসুবিধা কিছু নেই। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।