বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Train derailed: মেদিনীপুর- হাওড়া লোকাল ট্রেন বেলাইন, বিপত্তি খড়্গপুরে

Train derailed: মেদিনীপুর- হাওড়া লোকাল ট্রেন বেলাইন, বিপত্তি খড়্গপুরে

মেদিনীপুর হাওড়া লোকাল বেলাইন। সংগৃহীত ছবি 

ট্রেনটি বেলাইন হওয়ার পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সেই খুঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্য়ে। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

মেদিনীপুর হাওড়া লোকাল লাইনচ্যুত। খড়্গপুর স্টেশনে ঢোকার মুখেই বেলাইন লোকাল ট্রেন। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় ট্রেনটি। ট্রেনের একটা কামরা বেলাইন হয়ে যায়। তবে সূত্রের খবর, এনিয়ে ক্ষয় ক্ষতি বিশেষ কিছু হয়নি। কীভাবে ট্রেনটি বেলাইন হল তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্রেনটি বেলাইন হওয়ার পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। সেই খুঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্য়ে। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা এখনও দগদগে হয়ে রয়েছে।তার মধ্যেই এবার খড়্গপুর স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে গেল লোকাল ট্রেন। তবে রেলের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সূত্রের খবর, ট্রেনটি খড়্গপুর স্টেশনে ঢুকছিল। মেদিনীপুর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ট্রেনটি। সেই সময়ই আচমকা শব্দ শুনতে পান যাত্রীরা। এরপর ট্রেনটি থেমে যায়। তারপর বোঝা যায় ট্রেনটি বেলাইন হয়েছে। তবে এনিয়ে অত্যন্ত আতঙ্ক ছড়ায় রেলযাত্রীদের মধ্য়ে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এদিন। রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় ছুটে যান। কেন ট্রেনটি বেলাইন হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।