বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BSF এর সঙ্গে বিজেপির বৈঠক, শীতলকুচির সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল, নালিশ জেলাশাসককে

BSF এর সঙ্গে বিজেপির বৈঠক, শীতলকুচির সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল, নালিশ জেলাশাসককে

সাংবাদিক বৈঠকে পার্থপ্রতীম রায়

সীমান্তবর্তী এলাকায় অবস্থিত দিনহাটা। এদিকে বিএসএফের কাজের পরিধিও আগের থেকে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে ভোটের দিন বিএসএফের ভূমিকা কী হবে তা নিয়ে উদ্বেগ শাসক শিবিরে।

দিন দুয়েকের মধ্যেই কোচবিহারের দিনহাটায় বিধানসভা উপনির্বাচন। এদিকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দিনহাটা অবস্থিত। এসবের মধ্যেই বুধবার কোচবিহারে বিএসএফের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব। আচমকা ভোটের আগে বিজেপি নেতাদের সঙ্গে বিএসএফের বৈঠককে ঘিরে শীতলকুচির সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন চারজন ভোটার। বৃহস্পতিবার সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জেলাশাসক পবন কাদিয়ানের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব। তবে বাসিন্দাদের একাংশের মতে, আগে বিএসএফ সীমান্তের কাছেই থাকত। তবে এবার নয়া নিয়মে বিএসএফ সীমান্ত থেকে বহু দূরে গিয়েও কাজ করতে পারবে এটাই ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে। 

 

তৃণমূল নেতা পার্থপ্রতীম রায়ের দাবি,  শীতলকুচির ঘটনা এখনও দগদগে। কয়েকমাস আগে  সিআইএসএফ জওয়ানের গুলিতে চারজন ভোটারের মৃত্যু হয়েছিল। কেন ঘটেছে, কী ঘটেছে তা বিচারাধীন। ভারতের গণতন্ত্রের ইতিহাসে এটা লজ্জার। বিএসএফ সহ সমস্ত কেন্দ্রীয় বাহিনীর প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু আবার একটি নির্বাচনের আসছে। কিন্তু বিজেপি যেভাবে যেভাবে নক্ক্যরজনকভাবে তাদের ব্যবহার করতে চাইছে তা ভয়ঙ্কর। কিছুদিন আগে বিএসএফের ব্যপ্তি ৫০ কিমি পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাচনের প্রাক মুহূর্তে কোচবিহারের স্থানীয় বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে, দিলীপ ঘোষ  তাদেরকে ব্যবহার করার জন্য অভিসন্ধিমূলক কোনও বিষয় করছেন কি না, প্ররোচিত করছেন কিনা তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এনিয়ে জেলাশাসককে অভিযোগপত্র দিয়েছি। নির্বাচনকে প্রভাবিত করার জন্য এসব করা হচ্ছে কি না এটাই আমরা জানতে চাইছি। 

 

বন্ধ করুন