আসানসোল জেলে বন্দি গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, প্রথম থেকেই তিনি আবদার করেছিলেন পুজোর দিনগুলিতে দেশি মুরগির ঝোল হলে ভালো হয়। এদিকে প্রতিবারই পুজোর দিনগুলিতে জেলে বিশেষ মেনু থাকে। এবারও তার অন্যথা হচ্ছে না। এবার আসানসোল জেলের আবাসিকদের জন্য থাকছে দেশি মুরগির ঝোল। সেটা আবার একেবারে সপ্তমীর দিন থেকেই।
সূত্রের খবর,সপ্তমীতে আসানসোল জেলে থাকছে ঝরঝরে ভাত, সোনা মুগের ডাল, দেশি মুরগির ঝোল, চাটনি, পাঁপড়, দই ও রসগোল্লা। অষ্টমীতে থাকছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়ভাজা ও শেষপাতে রসগোল্লা।
নবমীতে থাকছে ভাত, সোনা মুগের ডাল, আলু, ফুলকপির রোস্ট, দেশি কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়।
দশমীতে থাকবে ফ্রায়েড রাইস, দেশি চিকেন কষা, চাটনি, পাঁপড় ও রসগোল্লা। একেবারে এলাহি আয়োজন পুজোর চারদিন।
তবে সূত্রের খবর, শুধু অনুব্রতর জন্য় এমন লোভনীয় মেনু হচ্ছে এমনটা নয়, জেলের অন্য়ান্য আবাসিকরাও এই মেনুই পাবেন। তবে অনুব্রতর পছন্দের খাবার দেশি মুরগির ঝোলও থাকছে এবার। আর সেটাও কাকতালীয়ভাবেই।
কিন্তু এসবের মধ্য়েই নানুরের হাটসেরান্দি গ্রামে প্রতিবছর পুজোয় খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। প্রচুর মানুষ পাত পেড়ে খান। সেখানেও অনুব্রতর নির্দেশে খাওয়ানো হয় দেশি রুই, কাতলা। আর এবার আর গ্রামের বাড়িতে নয়, জেলেই অনুব্রতর পাতে পড়বে দেশি মুরগির ঝোল।