বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mid-day Meal: টিকটিকি, ব্যাঙ, সাপের পর অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো

Mid-day Meal: টিকটিকি, ব্যাঙ, সাপের পর অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে শিশুদের মধ্যে খাবার বিলির পর দেখা যায় একজনের খাবারে একটি কেন্নো ভাসছে। এতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

টিকটিকি, ব্যাঙ, সাপের পর এবার অঙ্গনওয়াড়ির মিড-ডে মিলে উদ্ধার হল কেন্নো। সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের খড়গ্রামের চণ্ডীমণ্ডপতলা এলাকার একটি অঙ্গনওয়াড়িতে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ অপরিচ্ছন্ন ভাবে রান্না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এব্যাপারে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে শিশুদের মধ্যে খাবার বিলির পর দেখা যায় একজনের খাবারে একটি কেন্নো ভাসছে। এতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খাবার ফেলে দেন তাঁরা। তবে তার মধ্যে কয়েকজন খাবার খেয়ে ফেলায় আতঙ্ক আরও বাড়ে। খাবারে কেন্নো উদ্ধার হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।

এক অভিভাবক বলেন, দীর্ঘদিন ঘরে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। আমরা বারবার বললেও অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ বা প্রশাসন কর্ণপাত করেনি। তার ফল আজ হাতে নাতে পাওয়া গেল। কেন্নো বিষাক্ত প্রাণী। আমাদের শিশুদের অনেকে ওই খাবার খেয়েছে। এখন তাদের কারও কোনও উপসর্গ দেখা দিলে কে দায় নেবে?

আরেক অভিভাবক বলেন, শিশুদের খাবার তৈরির সময় পরিচ্ছন্নতায় আরও বেশি জোর দেওয়া উচিত। কিন্তু এখানে তেমন কিছুই হয় না। রান্নার দায়িত্বে থাকা মহিলারা কোনও কথা শোনেন না। আমরা প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে অভিযোগ জানাব। এব্যাপারে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বন্ধ করুন