বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Minakshi Mukherjee in Medinipur: ‘বিজেপি ও তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে’, তোপ মীনাক্ষীর

Minakshi Mukherjee in Medinipur: ‘বিজেপি ও তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে’, তোপ মীনাক্ষীর

মীনাক্ষী মুখোপাধ্যায়। ফাইল ছবি

ডিওয়াইএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে মঙ্গলবার মেদিনীপুরে শহরে গান্ধী মূর্তির সামনে সভার আয়োজন করে ডিওয়াইআইএফআই। মেদিনীপুরের সভায় যোগ দিয়ে মীনাক্ষী বলেন, ‘রাজ্যে কোথাও কাজ নেই। বালি, মাটি সব চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। বিজেপি–তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করেছে।

পঞ্চায়েত ভোটের আগে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বিভিন্ন জনসভা কর্মসূচি থেকে একে অপরকে কটাক্ষ করছেন নেতাকর্মীরা। এবার পঞ্চায়েত লড়াইকে সামনে রেখে তৃণমূল বিজেপিকে একসঙ্গে আক্রমণ করলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘বিজেপি ও তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে।’ একইসঙ্গে, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে তোপ দেগেছেন। পাশাপাশি, পঞ্চায়েত ভোটের লক্ষ্যে দলের কর্মীদের আরও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন মীনাক্ষী।

ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে মঙ্গলবার মেদিনীপুরে শহরে গান্ধী মূর্তির সামনে সভার আয়োজন করে ডিওয়াইআইএফআই। মেদিনীপুরের সভায় যোগ দিয়ে মীনাক্ষী বলেন, ‘রাজ্যে কোথাও কাজ নেই। বালি, মাটি সব চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। বিজেপি–তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করেছে। আর যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও ভয়ের মধ্যে রয়েছেন। সরকার বেকারদের আশা ভরসা সব ভেঙে দিয়েছে। বিরোধীদের কটাক্ষ করার পাশাপাশি মীনাক্ষী দলের কর্মীদেরও মনোবল বাড়িয়েছেন। পঞ্চায়েতের লক্ষ্যে দলের কর্মীদের পাড়াতে পাড়াতে জোট বেঁধে কর্মী বাহিনী তৈরি করতে এবং বুথে বুথে রক্ষা বাহিনী তৈরি করতে বলেছেন। এতে মানুষ সিপিএমকে পছন্দ করে ভোট দেবে বলে আশা মীনাক্ষীর।

মীনাক্ষী আরও বলেন, ‘আসন্ন পঞ্চায়েতে গ্রামে নিজেদের কোমরের শক্ত করতে হবে। পঞ্চায়েত জান কবুল করতে হবে। আরও বেশি কর্মীদের নিযুক্ত করতে হবে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে।’ মীনাক্ষী ছাড়াও সভায় ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ডিওয়াইএফের জেলা সম্পাদক সুমিত অধিকারী প্রমুখ।

সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, ‘রাজ্যে যদি বড় চোর দু’টো থাকে, তাহলে একটা উনি (এখনকার বিরোধী দলনেতা), আরেকটা মুখ্যমন্ত্রী। সব কিছুতেই লুট চলছে।’ এনিয়ে পালটা তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির পাল্টা কটাক্ষ, ‘সিপিএম‌ বিজেপিকে বিক্রি করা ভোট পুনরুদ্ধারের চেষ্টা করছে।‌’ বিজেপির রাজ্য নেতা তুষার মুখোপাধ্যায়ের খোঁচা, ‘তৃণমূল সিপিএমের পালে হাওয়া দেওয়ার চেষ্টা করছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন