কনভয়ের সামনে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন এক যুবক। তা দেখে গাড়ি থামিয়ে যুবককে উদ্ধার করলেন খোদ রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁকে এসকর্ট করা পুলিশের গাড়িতে করে যুবককে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী। এরফলে মন্ত্রীর তৎপরতায় প্রাণ বাঁচল ওই যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ভোজেরহাটের কোরাল বেরিয়া অঞ্চলে। আহত যুবককে প্রথমে স্থানীয় স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: দুর্ঘটনায় আহতদের 'গোল্ডেন আওয়ার'-এ বিনামূল্যে চিকিৎসা হবে! বড় নির্দেশ কেন্দ্রকে
জানা গিয়েছে, রবিবার মিনাখার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।তাঁর যাওয়ার পথে হঠাৎ ভোজেরহাটের আগে কোরাল বেরিয়া অঞ্চলে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি লরির সঙ্গে একটি ইঞ্জিন ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। এরফলে গুরুতর আহত হন ভ্যান চালক। ওই যুবকের একটি পা ভেঙে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে থাকেন। যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এমতাবস্থায় এই ভয়াবহ দৃশ্য দেখে মন্ত্রী রথীন ঘোষ গাড়ি থেকে নেমে ওই যুবককে হাসপাতালে পাঠানোর জন্য স্থানীয় মানুষদের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন। এরপর পুলিশের এসকর্ট করা গাড়িতে করে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুর প্রধান নিমাই ঘোষ ।
জানা গিয়েছে, আহত যুবকের নাম সাবির আলি মোল্লা (১৯)। দুর্ঘটনার ফলে সাবিরের ডান পা ভেঙে যায়। জানা গিয়েছে, যুবককে উদ্ধার করে তড়িঘড়ি প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য যুবককে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে ছিলেন স্থানীয়রা। তারা মন্ত্রীর এরকম মানবিকতার প্রশংসা করেছেন। একইসঙ্গে প্রাণ ফিরে পাওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আহত যুবকের পরিবার। এদিকে ঘাতক লরিটিকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যানজট তৈরি হয়। পরে পুলিশ স্থানীয়দের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।