বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নিজের এলাকায় প্রকাশ্যে নিগ্রহের শিকার মন্ত্রীর ছেলে, ভাইরাল হল ভিডিয়ো

নিজের এলাকায় প্রকাশ্যে নিগ্রহের শিকার মন্ত্রীর ছেলে, ভাইরাল হল ভিডিয়ো

প্রতীকি ছবি

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথের ছোট ছেলে সৌরভ দেবনাথকে রাতের বেলা রাস্তার ওপর মারধর করছেন কিছু যুবক। ভিডিয়োটি নিয়ে খোঁজ খবর করতে জানা যায়, গত ১৬ অগাস্ট রাতে বাড়ি ফিরছিলেন সৌরভ।

প্রকাশ্য রাস্তায় জামা-কাপড় ছিঁড়ে মারধর মন্ত্রীর ছেলেকে। ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়। ছবিতে দেখা যাচ্ছে একদল ছেলে মারধর করছে মন্ত্রী স্বপন দেবনাথের ছেলে সৌরভকে। যদিও ঘটনাটি নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই।

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথের ছোট ছেলে সৌরভ দেবনাথকে রাতের বেলা রাস্তার ওপর মারধর করছেন কিছু যুবক। ভিডিয়োটি নিয়ে খোঁজ খবর করতে জানা যায়, গত ১৬ অগাস্ট রাতে বাড়ি ফিরছিলেন সৌরভ। গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার। হঠাৎই কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুঁটিতে ধাক্কা মেরে থেমে যায়। অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পান সেখানে বসে থাকা কয়েকজন যুবক।

এর পর গাড়ি থেকে চালককে বার করে মারধর শুরু করেন যুবকরা। সৌরভবাবু তাঁকে বাঁচাতে এলে তার ওপরেও আক্রমণ হয়। যদিও এই ঘটনা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। থানায় জমা পড়েনি কোনও অভিযোগ।

 

বন্ধ করুন