বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dengue: ভুল ইঞ্জেকশনে ডেঙ্গি আক্রান্ত নাবালকের মৃত্যু, মালদায় গাফিলতির অভিযোগ পরিবারের

Dengue: ভুল ইঞ্জেকশনে ডেঙ্গি আক্রান্ত নাবালকের মৃত্যু, মালদায় গাফিলতির অভিযোগ পরিবারের

নাবালকের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলায় জেলায় বিশেষজ্ঞ দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, কী কী টেস্ট করা হচ্ছে, ডেঙ্গি ধরা পড়লে তার চিকিৎসা ব্যবস্থা কেমন, সবই খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন তাঁরা। 

এবার চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সদের বিরুদ্ধে। অভিযোগ, ডেঙ্গি আক্রান্ত রোগীকে ‘‌ভুল ইঞ্জেকশন’‌ দেওয়ায় ১৩ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। এই পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার পুলিশ রাতে ওই হাসপাতালে পৌঁছয়। তখন পরিবারের সদস্যদের ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। আজ, বুধবার মালদা মেডিক্যাল কলেজে ১৩ বছরের একটি নাবালকের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।

ঠিক কী ঘটেছে মালদায়?‌ হাসপাতাল সূত্রে খবর, সুজাপুরের বাসিন্দা ওই কিশোরের জ্বর হয়েছিল। তা নিয়ে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি হয় সে। পরীক্ষা করলে ডেঙ্গি ধরা পড়ে। চিকিৎসা শুরু করতেই মৃত্যু হয় কিশোরের। যদিও পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ায় তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল সুপারের দাবি, ডেঙ্গিতে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বাচ্চাটির। ডেঙ্গি শক সিন্ড্রোম ধরা পড়েছিল বলে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের ঠিক কী অভিযোগ?‌ পরিবার সূত্রে খবর, মৃত নাসিম শেখ (‌১৩)‌ গত চারদিন ধরে জ্বরে ভুগছিল। জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করা হয়। রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। মঙ্গলবার দুপুরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আর সন্ধ্যেবেলায় মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত এক নার্স ওই নাবালককে একটি ইঞ্জেকশন দেয়। আর ভোররাতে তার মৃত্যু হয়। ভুল ইঞ্জেকশন দেওয়ার জেরে মৃত্যু হয়েছে ওই নাবালকের।

উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলায় জেলায় বিশেষজ্ঞ দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, কী কী টেস্ট করা হচ্ছে, ডেঙ্গি ধরা পড়লে তার চিকিৎসা ব্যবস্থা কেমন, সবই খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন তাঁরা। প্লেটলেট কাউন্টের সঙ্গে সাধারণ রোগীদের ডেঙ্গি পরীক্ষাও করা হচ্ছে।

বন্ধ করুন