ফের রাজ্যে নাবালিকা গণধর্ষণের অভিযোগ। প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় নাবালিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনায় উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানায় দায়ের হয়েছে অভিযোগ। ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মাস খানেক আগে বসিরহাটের মাটিয়া থানা এলাকায় নাবালিকা ধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। টানা ৩ ঘণ্টা ধর্ষিতার যোনিতে অস্ত্রপচার করে তাঁকে প্রাণে বাঁচান চিকিৎসকরা। এই ঘটনায় আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফের একই রকম ঘটনা ঘটল বসিরহাট মহকুমায়। মাটিয়ার পর এবার ঘটনাস্থল লাগোয়া বাদুড়িয়া থানা এলাকায়।
নির্যাতিতার পরিবারের দাবি, শনিবার রাত ৯টা নাগাদ স্থানীয় একটি মাঠে প্রেমিকের সঙ্গে ঘুরছিল নবম শ্রেণির ওই ছাত্রী। তখন ৩ – ৪ যুবক তাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এর পর নির্জন জায়গায় নাবালিকাকে দফায় দফায় ধর্ষণ করে তারা। চেষ্টা করেও প্রেমিকাকে রক্ষা করতে পারেননি প্রেমিক।
এই ঘটনায় বাদুড়িয়া থানায় ৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করে নাবালিকা। তদন্তে নেমে রবিবার ২ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আরও ১ জন গ্রেফতার হয়। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।