এক বেলার বন্ধুত্বে আমন্ত্রণ পেয়ে জন্মদিনের পার্টিতে চলে গিয়েছিলেন নাবালিকা। পরিণতি হল ভয়ানক। জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এই ঘটনায় প্রদীপ ঘরামি নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - জেনারেটারে চুল জড়িয়ে ভয়াবহ মৃত্যু গৃহবধূর, জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় যা ঘটল
পড়তে থাকুন - ছাত্রীদের মোবাইলে অশালীন মেসেজ, কুপ্রস্তাব, খারাপভাবে স্পর্শ, কাঠগড়ায় শিক্ষক
নির্যাতিতার পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে মেয়ের পিছু করছিল প্রদীপ। গত রবিবার তার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়ে ফোন নম্বর নেয় সে। এর পর রবিবার বিকেলেই ফোন করে নাবালিকাকে সে জানায় এক বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে তাকে নিয়ে যেতে চায় সে। রাজি হয়ে যায় নাবালিকা। এর পর ওই দিন সন্ধ্যায় নাবালিকাকে নিয়ে এক বন্ধুর বাড়িতে যায় সে। সেখানে সে নাবালিকাকে মদ্যপান করায় বলে অভিযোগ। নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে প্রদীপ তাকে দফায় দফায় ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী সেকথা কাউকে জানালে তাকে ও তার মাকে খুন করবে বলে হুমকি দেয় প্রদীপ। নাবালিকার পরিবারের দাবি, ভয়ে ২ দিন ঘটনার কথা কাউকে কিছু বলতে পারেনি নাবালিকা। বুধবার ঘটনার কথা পরিবারের লোকেদের জানালে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে তারা। এর পর গ্রেফতার করা হয় প্রদীপ ঘরামিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ আদালতে পেশ করবে পুলিশ।
আরও পড়ুন - প্রিজন ভ্যানে ওঠার আগে ‘ফ্লাইং কিস’ ছুঁড়ল সঞ্জয়, বেপরোয়া আরজি কর কাণ্ডের সিভিক
এই ঘটনায় গাইঘাটা থানা এলাকায় নাবালিকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গত ২ নভেম্বর গাইঘাটায় টিউশন পড়ে ফেরার সময় এক দশম শ্রেণির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এক দুষ্কৃতী। তার পর ফের একই অভিযোগ এল গাইঘাটা থেকে।