বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাদুড়িয়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বাদুড়িয়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বাদুড়িয়ায় ধর্ষণের শিকার নাবালিকা। ছবি প্রতীকি

মাটিয়া গণধর্ষণের পর ফের নাবালিকার ওপর নির্যাতনের অভিযোগ উঠল বসিরহাটে।

ফের রাজ্যে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। এবার অভিযোগ এল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে। ঘটনায় প্রসেনজিৎ সরকার নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা নাগাদ গ্রামের নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। কোলে ছিল একটা পুতুল। নির্জন রাস্তায় নাবালিকার হাত থেকে পুতুলটি কেড়ে নেয় অভিযুক্ত। এর পর সে বলে, আমার কথা শুনলে পুতুল ফেরত পাবি। এই বলে নাবালিকাকে রাস্তা থেকে কিছু দূরে আম বাগানে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে নাবালিকার মুখ টিপে ধরে যৌন নির্যাতন শুরু করে সে। নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী সেকথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে নাবালিকা চিৎকার করে ওঠে। তখন সেখানে হাজির হন স্থানীয়রা। বেগতিক বুঝে অভিযুক্ত এলাকা ছাড়ে। এর পর স্থানীয়রা তাঁকে বাড়ি নিয়ে গেলে সব ঘটনা খুলে বলে সে।

এর পর পরিবারের তরফে বাদুড়িয়া থানায় প্রসেনজিৎ সরকারের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 

বন্ধ করুন